টি-টোয়েন্টিতে উড়ে গেল ভারত
১৩ মার্চ ২০২১ ০০:৩১
প্রথম ম্যাচটা বাদ দিলে চার ম্যাচের টেস্টে সিরিজে ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। তবে টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো উল্টো রথে! টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড। আজ সিরিজের প্রথম ম্যাচে ভারতীয়দের সহজেই হারিয়েছেন ইংলিশরা।
যে আহমেদাবাদের উইকেটে টেস্ট সিরিজে নাকানি-চুবানি খেল ইংলিশরা সেখানে টি-টোয়েন্টিতে ভারতকে আজ ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করতে নেমে পুরো ব্যর্থ হয়েছে রোহিত শর্মাহীন ভারতের টপ অর্ডার। বিরাট কোহলি ফিরেছেন আরেকটি শূণ্যের যন্ত্রণা নিয়ে। ফর্মে থাকা রিশভ পান্ত চারে নেমে সফল হতে পারেননি (২১)।
৪৮ রানে চার উইকেট হারিয়ে ফেলা ভারতকে অনেকটা একাই এগিয়ে নিয়েছেন শ্রেয়াস আয়ার। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৮ বলে ৮টি চার ১টি ছয়ে ৬৭ রান করেছেন। এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল হার্দিক পান্ডিয়া। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে ভারত।
আধুনিক টি-টোয়েন্টিতে এটা যে কোনো রানই নয় পরে সেটা দারুণভাবে প্রমাণ করেছেন ইংলিশরা। সফরকারীদের ওপেনিং জুটিটাই বড় জয়ের রাস্তা পাকা করেছিল। ওপেনিংয়ে ৭২ রান তোলেন দুই ওপেনার জেসন রয় ও জস বাটলার। বাটলার ২৪ বলে ২৮, জেসন রয় ৩২ বলে ৪টি চার ৩টি ছয়ে ৪৯ রান করেছেন।
দারুণ শুরুর পরে সুন্দর সমাপ্তি টেনেছেন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। ১৫.৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩০ রান তোলে ইংল্যান্ড। তখন ডেভিড মালান ২৪ ও জনি বেয়ারস্টো ২৬ রানে অপরাজিত।
জনি বেয়ারস্টো জেসন রয় বিরাট কোহলি ভারত-ইংল্যান্ড সিরিজ শ্রেয়াস আয়ার