‘মুশফিক তরুণদের জন্য উদাহরণ’
১৫ মার্চ ২০২১ ১৯:৪৭
ক্রিকেটপাড়ায় কান পাতলেই শোনা যায় মুশফিকুর রহিমের প্রসংশা। মাঠের ক্রিকেট, অনুশীলন কিংবা ব্যক্তিগত জীবন- মুশফিক যেন নিয়মানুবর্তিতার সুন্দর এক উদাহরণ। দলীয় অনুশীলনের আগে বা পরে বাড়তি খাটুনি অনেকটা নিয়মই করে ফেলেছেন। গত কয়েক বছর ধরে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান তিনি, অনেকেই মনে করেণ এতে মুশফিকের ডিসিপ্লিনি বড় ভূমিকা রেখেছেন। বিভিন্নজন বিভিন্নভাবে প্রসংশা করেন ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যানের। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান ফিটনেস ট্রেনার নিক লি বললেন, মুশফিক তরুণদের জন্য বড় এক উদাহরণ।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত ফেব্রুয়ারির ২৪ তারিখে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ। সিরিজ শুরু হবে ২০ মার্চ। এই লম্বা গ্যাপের সময়টাতে নিক লি’কে বড্ড প্রয়োজন পড়ছে ক্রিকেটারদের। এই সময়ে অনুশীলন ছাড়া যে আর কিছুই করার নেই!
শিষ্যদের শারীরিকভাবে ফিট রাখতে কাজ করে যাচ্ছেন লি। এক ফাঁকে আজ সোমবার (১৫ মার্চ) সংবাদমাধ্যমের সামেন বিভিন্ন প্রসঙ্গে কথা বলছিলেন। সেখানেই উঠে এলো মুশফিক প্রসঙ্গ। বলেছেন, বাংলাদেশের বর্তমান দলটি বেশ পরিশ্রমী।
লি বলেছেন, ‘আমি অন্য অনেক দলের সঙ্গে কাজ করেছি, এই দলটা অনেক পরিশ্রমী। আমি দেখেছি বেশিরভাগই অনেক পেশাদার। মুশফিকুর রহিম তরুণদের জন্য দুর্দান্ত এক উদাহরণ। অনেকেই তাকে অনুসরণ করে’
ক্রিকেটে আর আগের দিন নেই। আগে এতো ক্রিকেট ম্যাচ হতো না। জাতীয় দলের ম্যাচ থাকত অনেক মাস পরপর। কিন্তু এখন প্রচুর ম্যাচ খেলতে হয় ক্রিকেটারদের। ফলে এই সময়ের ক্রিকেটে ফিটনেস ভালো করার গুরুত্ব অনেক বেশি মনে করছেন লি। বলেছেন, ‘আমার মনে হয় ক্রিকেটাররা বুঝতে শুরু করেছে যে এই সময়ের ক্রিকেটে শারীরিকভাবে ফিট থাকা কতোটা গুরুত্বপূর্ণ। প্রচুর ভ্রমণ এবং অল্প সময়ের ব্যবধানে খেলতে হয় এখন। ভালো পারফরম্যান্সের জন্য আপনাার ফিট থাকা দরকার।’
নিক লি বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ মুশফিকুর রহিম