জয়ে ফেরা ভারতকে আইসিসির জরিমানা
১৫ মার্চ ২০২১ ২০:৫৭
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে উড়ে গেলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। আহমেদাবাদে কাল ৭ উইকেটে জিতেছে বিরাট কোহলির দল। তবে ভারতীয়দের স্বস্তিটা ষোলো আনা হতে দিল না আইসিসি। স্লো ওভার রেটের কারণে ভারতকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
আহমেদাবাদে কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে নির্দিষ্ট সময়ে এক ওভার কম বোলিং করেছে ভারত। ফলে দলের সকল ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
ম্যাচ শেষে আম্পায়ার অনিল চৌধুরী, কে এন অনন্তপদ্মনাভবন ও বীরেন্দ্র শর্মা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে বিষয়টি অবহিত করেন। কোহলি অভিযোগ স্বীকার করে নিলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে অধিনায়ক বিরাট কোহলি ও অভিষিক্ত ইশান কিষানের ব্যাটে বড় জয় পেয়েছে ভারত। প্রথমে ব্যাটিং করে ১৬৪ রান তুলেছিল সফরকারী ইংল্যান্ড। পরে ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৬৬ রান তুলে ফেলে ভারত। কোহলি ৪৯ বল খেলে ৫টি চার ৩টি ছয়ে ৭৩ রান করে অপরাজিত থাকেন। অভিষিক্ত কিষান ৩২ বলে করেন ৫৬ রান।