Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ে ফেরা ভারতকে আইসিসির জরিমানা


১৫ মার্চ ২০২১ ২০:৫৭

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে উড়ে গেলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। আহমেদাবাদে কাল ৭ উইকেটে জিতেছে বিরাট কোহলির দল। তবে ভারতীয়দের স্বস্তিটা ষোলো আনা হতে দিল না আইসিসি। স্লো ওভার রেটের কারণে ভারতকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

আহমেদাবাদে কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে নির্দিষ্ট সময়ে এক ওভার কম বোলিং করেছে ভারত। ফলে দলের সকল ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে আম্পায়ার অনিল চৌধুরী, কে এন অনন্তপদ্মনাভবন ও বীরেন্দ্র শর্মা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে বিষয়টি অবহিত করেন। কোহলি অভিযোগ স্বীকার করে নিলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে অধিনায়ক বিরাট কোহলি ও অভিষিক্ত ইশান কিষানের ব্যাটে বড় জয় পেয়েছে ভারত। প্রথমে ব্যাটিং করে ১৬৪ রান তুলেছিল সফরকারী ইংল্যান্ড। পরে ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৬৬ রান তুলে ফেলে ভারত। কোহলি ৪৯ বল খেলে ৫টি চার ৩টি ছয়ে ৭৩ রান করে অপরাজিত থাকেন। অভিষিক্ত কিষান ৩২ বলে করেন ৫৬ রান।

আইসিসি টি-টোয়েন্টি বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর