Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেসে খেলেই জিতল নাজমুল একাদশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২১ ১৪:৪৮

নিউজিল্যান্ড সিরিজের আগে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি হেসে খেলেই জিতল নাজমুল হোসেন শান্ত একাদশ। লিটন দাস, মুশফিুকর রহিম ও মেহেদি হাসান মিরাজের দৃঢ় ব্যাটে তামিম একাদশের বিপক্ষে তারা জয় তুলে নিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

মঙ্গলবার (১৬ মার্চ) কুইন্সটাউনে তামিম একাদশের বিপক্ষে জিততে নাজমুল একাদশের ৫০ ওভারে প্রয়োজন ছিল ২৩৪ রানের। কিন্তু সেই কাজটি তারা করে ফেলেছে ১৯ বল বাকি থাকতেই তাও মাত্র ১ উইকেটের খরচায়। ৪৬.৫ ওভারে নাজমুল একাদশের সংগ্রহ ২৩৫ রান।

বিজ্ঞাপন

দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছেন লিটন কুমার দাস। যদিও এরপরেই তিনি স্বেচ্ছায় অবসরে গেছেন। অবশ্য তিনি একাই নন, ব্যক্তিগত ৫০ রানে মেহেদি হাসান মিরাজ ও ৪০ রানে নাজমুল হোসেন শান্তও একই পথ অনুসরণ করেছেন।

তবে ৫৪ রানে অপরাজিত থেকেছেন মুশফিকুর রহিম। আর সাইফ উদ্দিন অপরাজিত থেকেছেন ১৬ রানে।

বল হাতে তামিম একাদশের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ১৬ রানের বিনিময়ে তিনি উইকেটটি তুলে নিয়েছেন।

এর আগে, ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ মিঠুনের অপরাজিত ৬৬, বেনজি কুলহেইনের অপরাজিত ৪৬, শেখ মেহেদির ৩৮, মাহমুদউল্লাহ রিয়াদের ৩৫ ভর করে নির্ধারিত ৫০ ওভারে স্কোর বোর্ডে ৫ উইকেটে ২৩৩ রান যোগ করে তামিম একাদশ। দুই ওপেনার সৌম্য সরকারের ব্যাট থেকে ২৮ ও নাইম শেখ নামের পাশে যোগ করেছেন ১২ রান। বিশ্রামে থাকায় ম্যাচ খেলতে নামেননি অধিনায়ক তামিম ইকবাল।

নাজমুল একাদশের হয়ে বল হাতে রুবেল হোসেন ৪টি ও সাইফ উদ্দিন নিয়েছেন ১টি উইকেট।

সারাবাংলা/এমআরএফ/এসএস

টপ নিউজ তামিম একাদশ বনাম শান্ত একাদশ নিউজিল্যান্ড সফর প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড শান্ত একাদশের জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর