রোমাঞ্চকর জয়ে ভারতের সিরিজে সমতা
১৯ মার্চ ২০২১ ১৪:০১
মাঝের ওভারগুলোতে ব্যাটে ঝড় তুলেছিলেন বেন স্টোকস। শেষে জোফরা আর্চার। তবে আগেই পিছিয়ে পড়া ইংল্যান্ডের তাতে খুব একটা উপকার হয়নি। ভারতের ১৮৫ রানের জবাব দিতে নেমে ১৭৭ রানে থেমেছে ইংল্যান্ডের ইনিংস। যাতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটিতে কাল ৮ রানে জিতেছে ভারত।
আহমেদাবাদের এই জয়ে সিরিজে ২-২ তে সমতায় ফিরল ভারত। অর্থাৎ সিরিজের শেষ ম্যাচটা হয়ে দাঁড়ালো অলিখিত ফাইনাল।
টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা কাল ভালো হয়নি। রোহিত শর্মা আর লোকেশ রাহুলের ওপেনিং জুটি এই ম্যাচেও ব্যর্থ। রোহিত ১২ বলে ১২ রান করে ফিরেছেন। অফ ফর্মে থাকা রাহুল ১৭ বল খেলে ফিরেছেন ১৪ রান করে। চারে নেমে আজ ব্যর্থ বিরাট কোহলিও (১)। তবে তিনে নামা অভিষিক্ত সূর্যকুমার যাদব ভারতের ইনিংসের রং পাল্টে দিয়েছেন। মাত্র ৩১ বল খেলে ৬টি চার ৩টি ছয়ে ৫৭ রান করেছেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা যাদব।
পরে ছোট তবে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন শ্রেয়াস আয়ার, রিশভ পন্তরা। ভারত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৫ রান তোলে। আয়ার ১৮ বলে ৫টি চার ১টি ছয়ে ৩৭ রান করেন। পন্ত ২৩ বলে ৪টি চারে করেছেন ৩০ রান। ইংল্যান্ডের হয়ে ৩৩ রানে চার উইকেট নিয়েছেন জোফরা আর্চার।
পরে জবাব দিতে নেমে শুরুতেই জস বাটলারকে (৬) হারায় ইংল্যান্ড। অপর ওপেনার জেসন রয় অবশ্য ভালো একটা ইনিংস খেলেছেন, কিন্তু টপ অর্ডারের অন্য ব্যাটসম্যানরা বলের সঙ্গে তাল মিলিয়ে রান তুলতে পারেননি বলে চাপে পড়ে যায় ইংল্যান্ড।
মাঝে বেন স্টোকসের ঝড়ো এক ইনিংস সেই চাপ থেকে বের করতে পারেনি ইংলিশদের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৭ রান তোলে ইংল্যান্ড। পাঁচে নেমে বেন স্টোকস ২৩ বলে ৪টি চার ৩টি ছয়ে ৪৬ রান করেছেন। জেসন রয় ২৭ বলে করেছেন ৪০। আর শেষ দিকে জোফরা আর্চার ৮ বলে ১৮ রান করেন।
ভারতের হয়ে ৪২ রানে তিন উইকেট নিয়েছেন শারদুল ঠাকুর। হার্দিক পান্ডিয়া ১৬ রানে ও রাহুল চাহার ৩৫ রানে দুটি করে উইকেট নিয়েছেন।