Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালে ফুটবলারদের সবাই করোনা নেগেটিভ


১৯ মার্চ ২০২১ ১৮:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড্ড অস্বস্তি নিয়ে নেপালের বিমান ধরেছিল বাংলাদেশ ফুটবল দল। সফরের আগ মুহূর্তে করোনা হানা দেয় দলে। তবে নেপালে গিয়ে অবশ্য সুখবরই মিলল। প্রথম পরীক্ষায় দলের সকল ফুটবলারের করোনা নেগেটিভ ফল এসেছে।

শুক্রবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নেগেটিভ ফল আসায় শুক্রবারই অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ দল। সকালে জিমে ঘাম ঝড়ানোর পর বিকেলে মাঠের অনুশীলনে নেমে পড়ার কথা জামাল ভূঁইয়াদের।

নেপালের বিমান ধরার একদিন আগে রাকিব হাসানের শরীরে করোনা ধরা পরে। দ্বিতীয় পরীক্ষায় অবশ্য নেগেটিভ আছে তার। ফলে দলের সঙ্গে নেপালে গেছেনও আক্রমণভাগের এই তারকা। তবে যাওয়া হয়নি ডিফেন্ডার রহমত মিয়ার। শেষ দিনের পরীক্ষায় করোনা পজেটিভ আছে তার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নেপালে তিন জাতি ফুটবল টুর্নামেন্টটা শুরু হবে ২৩ মার্চ। টুর্নামেন্টে স্বাগতিক নেপালের সঙ্গে বাংলাদেশে অপর প্রতিপক্ষ কিরগিজসআন অনূর্ধ্ব-২৩ দল। মঙ্গলবার (২৩ মার্চ) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৭ মার্চ পরের ম্যাচ স্বাগতিক নেপালের বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল ২৯ মার্চ।

বাফুফে বাংলাদেশ ফুটবল দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর