একাদশে নেই রুবেল, অভিষিক্ত মেহেদি
২০ মার্চ ২০২১ ০৪:১২
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশে নেই রুবেল হোসেন। তিন পেসার নিয়ে সাজানো টাইগারদের বোলিং আক্রমন বিভাগ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এই টাইগার। এদিকে এই ম্যাচ দিয়েই অভিষেক হলো, ঘরোয়া ক্রিকেটে দোর্দন্ড দাপটে প্রতিপক্ষের মূর্তমান ত্রাস হয়ে উঠা তরুণ অফ স্পিনার শেখ মেহেদি হাসানের। তিনি বাংলাদেশের ১৩৫তম ওয়ানডে ক্রিকেটার। স্পিন বিভাগে তাকে সঙ্গ দেবেন মেহেদি হাসান মিরাজ।
এদিকে পেস আক্রমণে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিবেন মোস্তাফিজুর রহমান। তাকে সঙ্গ দিতে আছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তরুণ হাসান মাহমুদের ওয়ানডে অভিষেক হয়েছিল গেল জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।
এর আগে শনিবার (২০ মার্চ) ডানেডিনে সফরকারি বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।
সারাবাংলা/এমআরএফ/এসএস
টপ নিউজ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ প্রথম ওয়ানডে মেহেদি হাসান রুবেল হোসেন হাসান মাহমুদ