পদত্যাগ পত্র তুলে নিয়ে দায়িত্বে ফিরলেন ভাস
২৭ মার্চ ২০২১ ০৮:৪৭
শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি) ও চামিন্দা ভাসের মধ্যে দফায় দফায় ঝামেলার সৃষ্টি হয়। লংকানদের বোলিং কোচের দায়িত্ব নেওয়ার তিনদিন পরেই পদত্যাগ করেছিলেন। তবে নিজ দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আবারও সকল ঝামেলার অবসান ঘটিয়ে পদত্যাগ পত্র তুলে নিয়ে ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছেন ভাস।
শুক্রবার (২৬ মার্চ) এক বিবৃতিতে লংকান ক্রিকেট বোর্ড জানায়, দুই পক্ষের আলোচনার পর সমঝোতার মাধ্যমে মেটানো হয়েছে সমস্যা। ভাস তার পদত্যাগ পত্র তুলে নিয়ে পেস বোলিং কোচের দায়িত্ব চালিয়ে যেতে রাজি হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) লংকান দলের বোলিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন ডেভিড সাকের। আর এর একদিন পর শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) লংকান দলের বোলিং কোচের দায়িত্ব গ্রহণ করেন চামিন্দা ভাস। অর্থাৎ মাত্র তিন দিনের ব্যবধানেই চাকরি ছাড়েন ভাস।
এটাকে তখন ‘দায়িত্বজ্ঞানহীন’ কাজ উল্লেখ করে হতাশা প্রকাশ করেছিল এসএলসি। ব্যক্তিগত আর্থিক লাভের চিন্তায় ভাস এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছিল লঙ্কান বোর্ড।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো সে সময় তাদের প্রতিবেদনে প্রকাশ করেছিল, বিদায়ী কোচ সেকারের সমান বেতন চেয়েছিলেন ভাস।
এরপর নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ক্ষুদে বার্তায় ভাস সে সময় বলেছিলেন, ‘আমি বোর্ডের কাছে বিনীতভাবে একটি অনুরোধ করেছিলাম। কিন্তু তারা সেটা রাখেনি। এ মুহূর্তে আমি শুধু এটুকুই বলতে পারি। ন্যায় অবশ্যই মিলবে’- শ্রীলঙ্কা ক্রিকেট দলের বোলিং কোচ হওয়ার তিনদিনের মাথায় নিজের টুইটার প্রোফাইলে এ বার্তা দিয়েছেন কিংবদন্তি বাঁহাতি পেসার চামিন্দা ভাস।
ভাসের এমন সিদ্ধান্তের পর হতাশা প্রকাশ করে লংকান ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়েছে। সেখানে তারা জানিয়েছে,’পুরো বিশ্ব যখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন ভাস ব্যক্তিগত আর্থিক লাভের চিন্তা থেকে দল দেশ ছাড়ার আগ মুহূর্তে হুট করে দায়িত্বজ্ঞানহীন এক সিদ্ধান্ত নিলেন, যা খুবই হতাশাজনক।’
এবারই অবশ্য প্রথমবারের মতো জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নেননি ভাস। এর আগেও তিন দফায় লংকান দলের বোলিং কোচ ছিলেন তিনি। ২০১৩, ২০১৫ এবং ২০১৭ সালে নিজ দেশের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও শ্রীলংকার হাই-পারফরম্যান্স সেন্টারে পেস বোলিং কোচ ছিলেন তিনি। সেখানে কাজ করেছেন ইমার্জিং দল ও জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে।
সারাবাংলা/এসএস
চামিন্দা ভাস পেস বোলিং কোচ বোলিং কোচের দায়িত্ব শ্রীলংকান ক্রিকেট বোর্ড