Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোটে পড়ে দেশে ফিরছেন হাসান মাহমুদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২১ ১৩:৪৭

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিলেন তরুণ পেসার হাসান মাহমুদ। ওয়ানডে সিরিজের প্রথমটিতেই মাঠে নেমেছিলেন হাসান মাহমুদ। এরপর অনুশীলনের সময় পিঠে চোট পান তিনি। এদিকে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন তিনি টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। তাই তো তামিমের সঙ্গেই দেশে ফিরছেন হাসান মাহমুদ।

শনিবার (২৭ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তামিমের সঙ্গে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরছেন তরুণ পেসার হাসান মাহমুদও।

বিজ্ঞাপন

২১ বছর বয়সী এই পেসার ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডের পর পিঠের চোটে পড়েন। এরপর সিরিজের বাকি দুই ম্যাচে তিনি খেলতে পারেননি। কেবল ম্যাচেই নয় তাকে দেখা যায়নি দলের বাকিদের সঙ্গে অনুশীলন করতেও।

বিসিবি জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজের জন্য অপেক্ষায় থাকলেও হাসান মাহমুদ তার ফিটনেস ফিরে পাননি। তাই তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ফিরে বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন হাসান মাহমুদ। নিয়ম মেনে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবেন প্রতিভাবান এই পেসার।

সারাবাংলা/এমআরএফ/এসএস

ইনজুরিতে হাসান মাহমুদ টি-টোয়েন্টি সিরিজ দেশে ফিরছেন নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ পেসার হাসান মাহমুদ হাসান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর