Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানি যুবারা বাংলাদেশে আসছেন ১২ এপ্রিল


২৮ মার্চ ২০২১ ১৭:০৪

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল বাংলাদেশ আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা এবং সিলেটে।

রোববার (২৮ মার্চ) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ন্যাশনাল গেম ডেভলপমেন্ট ম্যানেজার এইএম কায়সার।

জানা গেছে, ঢাকার বিমান ধরার আগে লাহোরে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করবেন পাকিস্তানি যুবারা। সফরের চার দিন আগে সকলকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।

বাংলাদেশে এসে সরাসরি সিলেটে চলে যাবে পাকিস্তান দল। সেখানে তিন দিনের অনুশীলন শেষে ১৯ এপ্রিল মাঠে নামবেন সফরকারীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র চার দিনের ম্যাচটি শুরু হবে ১৯ এপ্রিল, চলবে ২২ এপ্রিল পর্যন্ত।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ২৬ এপ্রিল। ২৬, ২৮ ও ৩০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম তিন ওয়ানডে। ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩ ও ৫ মে।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র‍্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর