ইনজুরিতে পিএসজির বিপক্ষে নেই লেভান্ডোফস্কি
৩১ মার্চ ২০২১ ০৯:৩২
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পোল্যান্ডের সঙ্গে অবস্থান করছিলেন রবার্ট লেভান্ডোফস্কি। আর সেখান থেকেই এল দুঃসংবাদ। অ্যান্ডোরার বিপক্ষে জোড়া গোল করে দলকে এনে দেন ৩-০ ব্যবধানের জয়। ম্যাচ শেষে খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। এরপরেই জানা গেল ডান হাঁটুর চোটে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারকে। আর তাতেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষের ম্যাচে তাকে মাঠে পাচ্ছে না বায়ার্ন।
অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচের পর পোল্যান্ডের ফুটবল ফেডারেশন জানিয়েছিল ১০ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে লেভান্ডোফস্কিকে। আর সে সময় জানা গিয়েছিল ইংল্যান্ডের বিপক্ষেও খেলতে পারবেন না তিনি।
এরপর লেভার চোট সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য নতুন করে পরীক্ষা নিরীক্ষা করানো হয়। নতুন পরীক্ষার ফলাফল হাতে আসলেই দেখা মেলে তার চোট যতটা প্রথমে মনে হয়েছিল তার থেকেও বেশি গুরুত্বর। ৩২ বছর বয়সী এই স্ট্রাইকারকে আরও বেশি সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
আগামী শনিবার বুন্দেস লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে লাইপজিগের মাঠে খেলতে নামবে বায়ার্ন। আর এই ম্যাচে তো লেভাকে পাওয়া যাবেই না। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে গতবারের রানার্সআপ পিএসজির বিপক্ষে শিরোপাধারীদের দুটি ম্যাচেও থাকবেন না লেভা। এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৭ ও ১৩ এপ্রিল।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত লেভান্ডোফস্কি করেছেন ৪২টি গোল, এর মধ্যে ৩৫টি লিগে। বুন্দেস লিগায় এক মৌসুমে জার্ড মুলারের সর্বোচ্চ ৪০ গোলের রেকর্ড ভাঙার পথে আছেন তিনি। সেই যাত্রা আপাতত থমকে গেল।
সারাবাংলা/এসএস
ইনজুরিতে ইনজুরিতে ছিটকে গেলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ বায়ার্ন বনাম পিএসজি বায়ার্ন মিউনিখ রবার্ট লেভান্ডোফস্কি