Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুরাদের স্পিনে চট্টগ্রামের বড় লিড


৩১ মার্চ ২০২১ ২০:০২

সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ ঢাকা মেট্রোর ব্যাটসম্যানরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকা মেট্রোর ব্যাটসম্যানদের রাস্তা কঠিন করে ফেললেন চট্টগ্রামের তরুণ স্পিনার হাসান মুরাদ। ফলে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিন শেষে বড় লিড পেয়েছে চট্টগ্রাম।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ১৩২ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ঢাকা মেট্রো। ৪৬ রানে অপরাজিত ছিলেন জাহিদুজ্জামান। এই জাহিদুজ্জামানই প্রথম ইনিংসে ঢাকার সেরা ব্যাটসম্যান। হাসান মুরাদের স্পিনে অপর প্রান্তে কেউ থিতু হতে পারছিলেন না। ফলে রানের চিন্তা বাদ দিয়ে উইকেট আকড়ে পড়ে ছিলেন ২৪ বছর বয়সী তরুণ।

বিজ্ঞাপন

ঢাকার প্রথম ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ২৬৭ রানে। জাহিদুজ্জামান ২১২ বল বল খেলে ৮টি চারের সাহায্যে ৭১ রান করেছেন। এছাড়া শরিফুল্লাহ ৩৮ ও আল-আমিন ৩৪ রান করেছেন। মুরাদ ২৬.২ ওভার বোলিং করে ৭২ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন। তরুণ পেসার মেহেদি হাসান রানা ৭৪ রানে নিয়েছেন ২ উইকেট।

প্রথম ইনিংসে ১৩৫ রানের লিড পাওয়া চট্টগ্রাম পরে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে ১ উইকেটে ৪৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। প্রথম ইনিংসে দেড়শোর্ধ্ব রানের ইনিংস খেলা ওপেনার পিনাক ঘোষ শুরুতেই রান আউট হয়েছেন। দিন শেষে অপর ওপেনার সাদিকুর রহমান ১৯ ও মাহমুদুল হাসান জয় ২০ রানে অপরাজিত।

চট্টগ্রাম বিভাগ জাতীয় ক্রিকেট লিগ ঢাকা মেট্রো বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর