Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ক্রিকেট লিগ স্থগিত


১ এপ্রিল ২০২১ ১৭:০৮ | আপডেট: ১ এপ্রিল ২০২১ ১৮:২৮

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও লিগ শুরু হবে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র।

একদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়, করোনার কারণে চার ভেন্যুর বদলে দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে জাতীয় লিগের ম্যাচগুলো। একটি কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম, অন্যটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এই দুই ভেন্যুতে দুটি করে মাঠ বলে এক সঙ্গে দুটি ম্যাচ অনুষ্ঠিত করার সুযোগ আছে। এবং আবাসন সুবিধাও ভালো, জৈব সুরক্ষা বলয়ের নিয়ম-কানুন সঠিকভাবে মানা সম্ভব।

কিন্তু একদিন যেতে বন্ধই করে দেওয়া হলো টুর্নামেন্টটি। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কক্সবাজারে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, সেই কারণে আপাতত বন্ধ করা হয়েছে জাতীয় লিগ।

উল্লেখ্য, প্রথম রাউন্ড শেষে এই মুহূর্তে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। দ্বিতীয় রাউন্ডের চার ম্যাচের মধ্যে দুটির ফল ইতোমধ্যে নির্ধারণও হয়েছে। বাকি দুই ম্যাচের শেষ দিনের খেলা চলছে আজ।

এনসিএল ২০২১ করোনাভাইরাস বিসিবি

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর