Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুভেকে হার থেকে বাঁচালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২১ ০৯:০২

টানা ১০ম ইতালিয়ান সিরি আ জয়ের লক্ষ্যে মৌসুম শুরু করেছিল জুভেন্টাস। তবে একের পর এক ধাক্কায় চলতি মৌসুমের শিরোপা হাত গলিয়ে বেরিয়ে যাচ্ছে জুভেদের। শনিবার তোরিনোর মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ দিকের গোলে ২-২ গোলে তোরিনোর বিপক্ষে ড্র করে জুভে। আর তাতেই শিরোপা ধরে রাখার লক্ষ্যে বড় ধাক্কা খেয়েছে তারা।

শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৯ পয়েন্টে পিছিয়ে আছে তারা। ২৮ ম্যাচে ১৬ জয় ও আট ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে জুভেন্টাস। সমান পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নাপোলি। ৫৮ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে ২৯ ম্যাচ খেলা আটালান্টা। এসি মিলান ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আর ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।

বিজ্ঞাপন

এদিন ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে যায় জুভেন্টাস। আলভারো মোরাতার পাস ধরে ডি বক্সে দুজনের বাধা এড়িয়ে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান ফেদেরিখো চিয়েসা। ২৭তম মিনিটে সমতা টানে পয়েন্ট তালিকার শেষের দিকের দলটি। ডি বক্সের বাইরে থেকে রোলান্দো মান্দাগোরার নিচু শট গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি, বল তার হাতে লেগে উপরে উঠে যায়। গোলমুখে ছুটে গিয়ে হেডে বাকি কাজ সারেন প্যারাগুয়ের ফরোয়ার্ড সানাব্রিয়া।

এরপর দ্বিতীয়ার্ধ শুরুর ২০ সেকেন্ডের মাথায় লিড নেয় তোরিনো। দারুণ ক্ষিপ্রতায় ডি বক্সে ঢুকে প্রথম পোস্টে শট নেন সানাব্রিয়া। বল স্ট্যাসনির হাত ছুঁয়ে জালে জড়ায়।

২-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পরে দারুণ আক্রমণ শুরু করে জুভে। একের পর এক আক্রমনে তোরিনোর রক্ষণকে পরীক্ষা নিচ্ছিল তারা। পিছিয়ে পড়ার মিনিট দুই পরে দারুণ দুটি গোলের সুযোগ তৈরি করে জ্যভে। তবে চিয়েসার জোরালো শট একজনের পিঠে লেগে দিক পাল্টে একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হও, এরপর রোনালদোর হেড কোনোমতে কর্নারের বিনিময়ে ফেরান তোরিনো গোলরক্ষক।

বিজ্ঞাপন

তবে ম্যাচের ৭৯তম মিনিটে এসে আর লিড ধরে রাখতে পারেনি তোরিনো। বাঁ দিক থেকে আসা ক্রসে ঠিকমতো শট নিতে পারেননি জর্জিও কিয়েল্লিনি, এক ড্রপে বল চলে যায় গোলমুখে, সেখানে সহজেই হেডে বল জালে জড়ান রোনালদো। তবে শুরুতে অফসাইডের বাঁশি বাজলে পরবর্তিতে ভিএআরের সাহায্যে গোল দেন রেফারি।

চলতি সিরি আ’তে এটি রোনালদোর ২৪তম গোল। আর তিনিই অবস্থান করছেন লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে।

সারাবাংলা/এসএস

ইতালিয়ান সিরি আ ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস তোরিনো বনাম জুভেন্টাস

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর