মঈনের জার্সি থেকে মদ কোম্পানির লোগো সরাল চেন্নাই
৫ এপ্রিল ২০২১ ১০:৩৮
আগামি ৯ এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে এবারের আইপিএলের আসর। আর এবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা মিলবে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর। চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেললেও কোনো মদ প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে নিজেকে জড়াতে চান না মঈন আলী। তাই চেন্নাইয়ের জার্সি থেকে মদ প্রস্তুতকারক সংস্থার লোগো সরিয়ে নেয়ার আহ্বান জানান মঈন। ইংলিশ অলরাউন্ডারের এমন অনুরোধ রেখেছে চেন্নাই কর্তৃপক্ষ।
ইংলিশ এই তারকা অলরাউন্ডার একজন ইসলাম ধর্মাবলম্বী। ধর্মের প্রতি বিশ্বাসের কারণেই তিনি মদ্যপান করেন না। এমনকি তিনি কোনো মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লোগো সম্বলিত জার্সি পরেও খেলেন না।
এর আগে ইংল্যান্ড ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময়ও মদ প্রস্তুত কারক প্রতিষ্ঠানের লোগো জার্সিতে লাগিয়ে খেলতে মানা করে দিয়েছিলেন মঈন। এবার চেন্নাইয়ের জার্সিতে এসএনজি-১০০০০ এর লোগো রয়েছে। যা কিনা চেন্নাইয়ের পানীয় প্রস্তুতকার কোম্পানি ‘এসএনজে’র একটি শাখা।
তাতেই সেই জার্সি পড়তে আপত্তি জানান মঈন। ফলে ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডারের আবেদনের কারণে তাঁর জার্সি থেকে সংশ্লিষ্ট লোগো সরিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সারাবাংলা/এসএস