Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কা সিরিজের দল দুয়েকদিনের মধ্যেই

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২১ ১৬:২৯ | আপডেট: ৬ এপ্রিল ২০২১ ১৮:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কা সিরিজ। বহুকাঙ্খিত এই সিরিজটি সামনে রেখে আগামী কাল কিংবা পরশুর মধ্যেই ঘোষিত হতে পারে আসন্ন এই সিরিজের দল।

এই লক্ষ্যে‌ মঙ্গলবার ক্রিকেট অপারেশন্সের সঙ্গে ভার্চুয়াল সভা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকমণ্ডলীর সদস্যরা।

সভাশেষে সারাবাংলার সঙ্গে একান্তে আলাপ কালে এ তথ্য দিলেন নির্বাচক মণ্ডলীর সদস্য হাবিবুল বাশার সুমন।

তিনি জানালেন, ‘হ্যাঁ আমরা একটি সভা করেছি আজকে, ভার্চুয়ালি। শ্রীলঙ্কা সিরিজের দল হয়তো আগামী কাল বা পরশুর মধ্যেই দিয়ে দিব। আপনারা পেয়ে যাবেন।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে চলতি মাসের ১২ তারিখে লঙ্কাভিযানে যাওয়ার কথা রয়েছে টিম বাংলাদেশের। ২১ এপ্রিল প্রথম টেস্ট এবং ২৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএস

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্ট সিরিজ লঙ্কাভিযান শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ হাবিবুল বাশার সুমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর