Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় পেছালো পাকিস্তানি যুবাদের বাংলাদেশ যাত্রা


৬ এপ্রিল ২০২১ ২০:৩৪

আবারও করোনার প্রভাব পড়তে শুরু করেছে দেশের ক্রীড়াঙ্গনে। ভাইরাসটির সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে গত সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন দিয়েছে সরকার। তাতে দেশের সব ধরনের ফুটবল স্থগিত হয়েছে। ক্রিকেটে জাতীয় ক্রিকেট লিগ স্থগিত হয়েছে। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ যাত্রাও পিছিয়েছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলতে আগামী ১১ এপ্রিল বাংলাদেশ আসার কথা ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। কিন্তু সারা দেশে লকডাউন চলছে বিধায় নির্ধারিত সময়ে আসা হচ্ছে না পাকিস্তানিদের। দুই বোর্ডের সম্মতিতে সফর পিছিয়ে গেছে এক সপ্তাহ। ১১ এপ্রিলের বদলে ১৭ এপ্রিল বাংলাদেশ আসবেন পাকিস্তানি যুবারা।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সফর পিছিয়ে গেলেও ম্যাচ সংখ্যায় হেরফের হচ্ছে না।

পরিবর্তিত সূচীতে চার দিনের ম্যাচটি শুরু হবে ২৩ এপ্রিল। ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ এপ্রিল। পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৩০ এপ্রিল, ২, ৪, ৭ ও ৯ মে।

চার দিনের ম্যাচ ও প্রথম তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শেষ দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

পিসিবি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর