Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাতে প্রিয়া-অন্তরার স্বর্ণের হাসি


৭ এপ্রিল ২০২১ ১৯:২৫

এসএ গেমসে দেশকে স্বর্ণ জেতানো দুই কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা ও মারজান আক্তার প্রিয়া বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসেও স্বর্ণ জিতেছেন।

আগের দিন কারাতে নারী একক কাতায় নু মে মারমার কাছে হেরে গিয়েছিনে অন্তরা। আজ বুধবার (৭ এপ্রিল) সেই ক্ষতে প্রলেপ দিতে পারলেন তিনি। অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণি কুমিতে স্বর্ণ জিতেছেন অন্তরা। এই ইভেন্টে বান্দরবানের মেসাই ওয়াং রুপা এবং বাংলাদেশ পুলিশের তাসলিমা খাতুন ও সেনাবাহিনীর হাসিনা খাতুন ব্রোঞ্জ পেয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে নারীদের অনূর্ধ্ব-৫৫ কেজি কুমিতে সেরা হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রিয়া। এ ইভেন্টে জান্নাতুল ফেরদৌস সুমি রুপা এবং গাজীপুরের নাইমা সিকদার ও সুনামগঞ্জের কামরুন নাহার হ্যাপি ব্রোঞ্জ পেয়েছেন।

পুরুষ অনূর্ধ্ব-৬০ কেজি কুমিতে সেনাবাহিনীর আল আমিন ইসলাম সোনা, স্পারসোর ইউসুফ আলী রুপা ও নারায়ণগঞ্জের রাব্বি আলী ব্রোঞ্জ পদক জেতেন।

এছাড়া পুরুষ অনূর্ধ্ব-৬৭ কেজি কুমিতে আনসারের জর্জিস আনোয়ার নাইম সোনা, সেনাবাহিনীর ফেরদাউস রুপা এবং ঢাকার বাচিং মং মার্মা ও বিকেএসপির নাফিউল ইসলাম ব্রোঞ্জ পদক জিতেছেন।

এসএ গেমস কারাতে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর