লঙ্কা সফরে ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড
৮ এপ্রিল ২০২১ ১৬:০৭
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট সামনে রেখে ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দল ঘোষিত হবে ১২ এপ্রিল লঙ্কা যাত্রার আগে যে কোন দিন। এমনকি এক দিন আগেও হতে পারে। আর মূল স্কোয়াড ঘোষিত হবে শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচের পরে। সফরে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবেন বাংলাদেশি ক্রিকেটাররা।
যেহেতু আয়োজক লঙ্কান ক্রিকেট বোর্ড আসন্ন এই সিরিজে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করছে না এমনকি বাংলাদেশ দলের প্রস্তুতিতে নেট বোলারও দিচ্ছে না সেহেতু প্রাথমিক স্কোয়াডের বহর বড় করছে টাইগার ক্রিকেট প্রশাসন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সংবাদ মাধ্যমকে এ খবর জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি বলেন, ‘প্রাথমিক দল শ্রীলঙ্কায় যাবে। ওখানে গিয়ে প্রস্তুতি ম্যাচের পরে আমরা মূল স্কোয়াড দিব। যেহেতু প্রস্তুতি ম্যাচ আমাদের মধ্যে খেলতে হবে, শ্রীলঙ্কার প্লেয়ার পাব না, নেট বোলারও পাব না এজন্য আমরা বেশি প্লেয়ার নিয়ে যাচ্ছি। প্রাথমিক দল এখান থেকে ঘোষিত হবে, ২১ জনের। যাওয়ার আগের দিনও দিতে পারি।। ভিসা সংক্রান্ত জটিলতা তেমন নেই।’
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে চলতি মাসের ১২ তারিখে দেশ ছাড়বে লাল সবুজের দল। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল ও দ্বিতীয় টি ২৯ এপ্রিল।