১৪তম আইপিএলে আজ প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ পেয়েছে দলটি। আইপিএলে দুবার শিরোপা জেতা কলকাতা সাকিব আল হাসানকে নিয়ে আজকের ম্যাচের একাদশ সাজিয়েছে।
কলকাতার একাদশে সাকিব আল হাসান জায়গা পান কিনা সেই আলোচনা হচ্ছিল কদিন ধরেই। দলটির একাদশে চার বিদেশির মধ্যে ইয়ান মর্গান, প্যাট কামিন্স ও আন্দ্রে রাসেলের জায়গা অনেকটা নিশ্চিতই ছিল। বাকি জায়গায় সাকিব আল হাসান নাকি সুনীল নারিন নাকি অন্য কেউ এমন আলোচনা হচ্ছিল বেশ কদিন ধরেই। শেষ পর্যন্ত প্রথম ম্যাচের একাদশে সাকিবেই ভরসা করল কলকাতার টিম ম্যানেজমেন্ট।
এর আগে কলকাতায় ছয় মৌসুম কাটিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদেও দুই মৌসুম খেলেছেন সাকিব। ফলে হায়দ্রাবাদের শক্তি-দুর্বলতা কাছ থেকেই দেখার অভিজ্ঞতা আছে বাংলাদেশি তারকার। তাকে একাদশে বিবেচনা করাতে হয়তো সেই বিষয়টাও চিন্তা করেছে কলকাতা!
উল্লেখ্য, এর আগে আইপিএলে দুবার শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স, ২০১২ ও ২০১৪ সালে। এই দুইবারই কলকাতার হয়ে খেলেছেন সাকিব।
সানরাইজার্স হায়দ্রাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, মানিশ পান্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, মোহাম্মদ নবি, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবেনশ্বর কুমার, সন্দীপ শর্মা ও নটরজান।
কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, ইয়ান মর্গান (অধিনায়ক), দিনেশ কার্তিক, অন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রাশিধ কৃষ্ণা ও বরণ চক্রবর্তী।