Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উইজডেনের নজরে ওয়ানডে’র পাঁচ দশকের সেরা পাঁচ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২১ ১৫:৩৪

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৮তম সংস্করণ প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এবারের উইজডেন লিডিং ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই খেতাব জিতেছেন তিনি। এইদিকে লিডিং ক্রিকেটার ঘোষণার সঙ্গে সঙ্গে ওয়ানডে ক্রিকেটের পাঁচ দশক উদযাপনের জন্য ভিন্ন ভিন্ন দশকের সেরা ক্রিকেটারের বিশেষ স্বীকৃতিও প্রদান করেছে উইজডেন।

বিজ্ঞাপন

১৯৭০ এর দশক থেকে শুরু করে ২০১০ এর দশক পর্যন্ত মোট ৫০ বছরের পাঁচটি ভিন্ন ভিন্ন সময়ে পাঁচ ভিন্ন ভিন্ন ক্রিকেটারকে এই স্বীকৃতি প্রদান করেছে উইজডেন। এই তালিকার পাঁচ ক্রিকেটারের মধ্যে তিনজনই ভারতের। বাকি দুইজনের একজন ওয়েস্ট ইন্ডিজ এবং আরেকজন শ্রীলংকার।

১৯৭০ এর দশকের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন স্যার ভিভিয়ান রিচার্ড। এরপর ১৯৮০ এর দশকের সেরা ক্রিকেটার ভারতের কিংবদন্তি অধিনায়ক কপিল দেব। ১৯৯০ এর দশকে আরেক ভারতীয় কিংবদন্তি ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার। ২০০০ এর দশকের সেরা ক্রিকেটার হয়েছেন লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। আর আধুনিক সময়ে অর্থাৎ ২০১০ এর দশকের পরের সেরা ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি ১৮৮৯ সাল থেকে দেওয়া হলেও ‘লিডিং ক্রিকেটার’ খেতাব দেওয়া শুরু হয় ২০০৪ সাল থেকে। প্রথমবার সেরা হন রিকি পন্টিং।

সারাবাংলা/এসএস

উইজডেন উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার কপিল দেব তিন ভারতীয় পাঁচ দশকের সেরা পাঁচ ক্রিকেটার বিরাট কোহলি মুত্তিয়া মুরালিধরন শচীন টেন্ডুলকার স্যার ভিভ রিচার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর