ধোনির দুইশ’র দিনে চেন্নাইয়ের জয়
১৭ এপ্রিল ২০২১ ০০:৫০
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ হঠাৎ করেই যেন বোলারদের পক্ষে কথা বলা শুরু করল! চলতি আইপিএলের প্রথম দুই ম্যাচে ওয়াংখেড়ের পিচে রানের বন্যা বইয়ে দিয়েছেন ব্যাটাররা। কিন্তু কাল থেকে ব্যাটারদের অনেকটা নাভিশ্বাস উঠার জোগাড়! কাল দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচে দেড়শ পেরুতে পারেনি কোনো দল। আজ চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচের সংগ্রহ কোনো মতে একশ ছাড়িয়েছে। লো স্কোরিংয়ের ম্যাচটা আজ ছয় উইকেটে জিতেছে চেন্নাই।
আজ ক্যারিয়ারের ২০০তম আইপিএল ম্যাচ খেলতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাটিংয়ে না নামলেও দল পরিচালনা বেশ ভালোই করেছেন চেন্নাই অধিনায়ক। চেন্নাইয়ের জয়ে বড় অবদান তরুণ পেসার দ্বীপক চাহারের। নতুন বলে পাওয়ার প্লেতে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তিনি।
২৬ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে প্রথমে ব্যাটিং করতে নামা পাঞ্জাব। তার মধ্যে চাহার একাই নেন চার উইকেট, অন্যটি রবীন্দ্র জাদেজার দুর্দান্ত রান আউট। সেখান থেকে প্রীতি জিনতার পাঞ্জাব টেনেটুনে একশ পেরিয়েছে তরুণ শাহরুখ খানের ব্যাটে। ছয় নম্বরে নেমে একপ্রান্ত আগলে রেখে বোলারদের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে এগিয়ে নিয়েছেন শাহরুখ।
৩৬ বলে ৪টি চার ২টি ছক্কায় ৪৭ রান করেছেন তিনি। পাঞ্জাব ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে থেমেছে ১০৬ রানে। চাহার চার ওভারে ১৩ রান খরচায় নিয়েছেন চার উইকেট।
পরে জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়েরও। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড ফিরে যান মাত্র ৫ রান করে। তবে দ্বিতীয় উইকেটে ৬৪ রান তুলে চেন্নাইকে জয়ের কাছাকাছি নিয়ে যান মঈন আলী ও ফাফ ডু প্লেসি। মঈন আলী ৩১ বলে ৭টি চার ১টি ছয়ে ৪৬ রান করে ফিরলে মাঝের ওভারগুলিতে সুরেশ রায়না (৮), আম্বাতি রায়ডুকে (০) হারিয়েছে চেন্নাই। তবে ডু প্লেসি একপ্রান্ত ধরে রেখেছিলেন বলে জয় নিশ্চিত করতে খুব একটা সমস্যা হয়নি চেন্নাইয়ের।
১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে চেন্নাই। ডু প্লেসি ৩৩ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন। পাঞ্জাবের হয়ে ২১ রানে দুই উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি।