Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ গোলের রোমাঞ্চ শেষে পিএসজির জয়


১৮ এপ্রিল ২০২১ ২০:৩৬

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে সেঁত এতিয়েনকে ২-২ সমতায় ফেরালেন রোমেইন হামোমা। মনে হচ্ছিল, ঘরের মাঠে দুঃস্বপ্নের সময় কাটাতে থাকা পিএসজি বুঝি আবারও পয়েন্ট হারাতে যাচ্ছে। তেমনটা হলে লিগ ওয়ানের শীর্ষ দল লিলের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা আরও বাড়ত। শেষ মুহূর্তে গোল করে এই শঙ্কা অসত্য প্রমাণ করেছেন মাওরো ইকার্দি। রোমাঞ্চকর ম্যাচটাতে সেঁত এতিয়েনের বিপক্ষে আজ ৩-২ গোলে জিতেছে পিএসজি। ফরাসি ক্লাবটির পক্ষে বাকি দুটি গোল করেছেন কিলিয়ান এমবাপে।

বিজ্ঞাপন

এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল লিলের কাছাকাছি পৌঁছে গেল পিএসজি। শীর্ষে থাকা লিলের পয়েন্ট ৭০, পিএসজির ৬৯। দুই দলই ম্যাচ খেলেছে ৩৩টি করে।

নিষেধাজ্ঞার কারণে নেইমার ছিলেন না। নেইমারহীন পিএসজিকে জেতানোর দায়িত্বটা যেন নিজের কাঁধে তুলে নিতে চাইলেন এমবাপে। শুরু থেকেই ভালো খেলেছেন ফরাসি তরুণ। অবশ্য গোল পেতে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ। ম্যাচের পাঁচটা গোলই হয়েছে শেষ ১৯ মিনিটে।

পিএসজি অবশ্য গোল পেতে পারত ২৯ মিনিটেই। পাবলো সারাবিয়ার শট পোস্টে লেগে প্রতিহত হয়। ফিরতি বল পেয়ে দানিলো ঠিক মতো শট নিলে সেই যাত্রায়ও গোল হতে পারত। কিন্তু তিনি বল মেরে দেন ক্রসবারের ওপর দিয়ে। চার মিনিট পর সারাবিয়ার আরেকটা শট ফিরিয়ে দেন এতিয়েন গোলরক্ষক।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের জন্য একটার পর একটা সুযোগ তৈরি করছিল পিএসজি। কিন্তু বল জালে জড়ানো সম্ভব হচ্ছিল না। ৭৭ মিনিটে স্রোতের বিপরীতে উল্টো গোল করে বসে এতিয়েন। বাঁ দিক থেকে মিলে ত্রাওকোর দারুণ এক ক্রসে স্লাইডে বল জালে জড়িয়ে দেন দোনি ডেনিস বোয়াগা। বেশিক্ষণ অবশ্য পিছিয়ে থাকতে হয়নি পিএসজিকে। দুই মিনিট পরই আন্দের এররেরার ক্রস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে।

৮৭ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিকে গোল করতে ভুল করেননি এমবাপে। মনে হচ্ছিল এই গোলের বুঝি তিন পয়েন্ট নিশ্চিত হচ্ছে পিএসজি। কিন্তু যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে ম্যাচ আবারও জমিয়ে তোলেন এতিয়েনের হামোমা। পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল পিএসজি। তবে শেষ বাঁশি বাজার আগে ডি মারিয়ার ক্রসে হেড করে বল জালে জড়িয়ে দলকে জয়ের আনন্দে ভাসান ইকার্দি।

বিজ্ঞাপন

কিলিয়ান এমবাপে নেইমার পিএসজি মাউরো ইকার্দি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর