Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহিষ্কার হলেন মোরিনহো

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২১ ১৫:৩৯

ইউরোপিয়ান সুপার লিগের আবির্ভাবে গোটা ফুটবল বিশ্বে চলছে আলোড়ন। আর এই সময়েই টটেনহাম হটস্পার্স থেকে বহিষ্কার হলেন পর্তুগিজ কোচ জোসে মোরিনহো। স্পার্সের ডাগ আউটে ২০১৯/২০ মৌসুমের শেষভাগ আর ২০২০/২১ মৌসুমের প্রথমাংশ শেষেই বিদায় নিতে হচ্ছে তাকে।

এখনো আনুষ্ঠানিকভাবে স্পার্স কিংবা মৌরিনহোর কাছ থেকে কোনো বিবৃতি আসেনি। তবে ইংলিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে উদ্ধৃত করে ইউরোপের স্বনামধন্য সাংবাদিকরা ইতোমধ্যেই নিশ্চিত করেছেন, পর্তুগিজ কোচকে বরখাস্ত করেছে টটেনহাম।

বিজ্ঞাপন

স্পার্সের ডাগ আউটে ২০২০/২১ মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিলেন মৌরিনহো। তবে মৌসুমের সময় যত গড়িয়েছে দলের পারফরম্যান্স ততই তলানির দিকে গিয়ে ঠেকেছে স্পার্সের। আর শেষ পর্যন্ত তার বহিষ্কারের মধ্য দিয়েই শেষ হলো মৌরিনহোর স্পার্স অধ্যায়।

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচ খেলে ১৪ জয়, ৮ ড্র এবং ১০ হারে ৫০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অবস্থান করছে টটেনহাম।

আগামি ২৫ এপ্রিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে কারাবো কাপের ফাইনালে খেলবে স্পার্স। গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র দিন ছয়েক আগেই কোচকে বহিষ্কার করল দলটি।

৫৮ বছর বয়সী মোরিনহো ২০১৯ সালের নভেম্বরে মাউরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হন টটেনহাম হটস্পার্সে। দায়িত্ব নেওয়ার মাত্র ১৭ মাসের মাথায় তিনিও চাকরীচ্যুত হলেন।

সারাবাংলা/এসএস

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ জোসে মোরিনহো টটেনহাম হটস্পার্স বহিষ্কার হলেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর