Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাপে নেই, জিততেই এসেছি এখানে: মুমিনুল


২০ এপ্রিল ২০২১ ১৬:৪২

রাত পোহালে বিদেশের মাটিতে আরেকটা টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। অন্তর্জাতিক ক্রিকেটে অনেকদিন ধরেই ভুগছে বাংলাদেশ। সবচেয়ে বেশি দৈন্যতার দশা বিদেশের মাটিতে টেস্টে। গত পাঁচ বছরে বিদেশে মাত্র একটা টেস্ট জিতেছে বাংলাদেশ দল! তবে মুমিনুল হক অবশ্য আশার বাণীই শোনালেন।

ক্যান্ডিতে কাল দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। তার আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল বললেন, জিততেই গিয়েছেন শ্রীলঙ্কায়, ‘চাপ যদি বলেন, আমি তো কোনো চাপে নেই। আমার দলও কোনো চাপে নেই। আমরা এখানে এসেছি ম্যাচ জেতার জন্য। পুরোপুরি চেষ্টা করব ম্যাচ জেতার। অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে। আমরা শেষ দুইটা টেস্ট ভালো খেলতে পারিনি। কিন্তু আগেও বলেছি- ক্রিকেটে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই। যদি প্রসেস ঠিক থাকে, ৫ দিন ভালো খেলি ইনশাআল্লাহ জয় পাব।’

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, দিনের পর দিন দলের বাজে পারফরম্যান্সের কারণে কোচ ও অধিনায়ককে নিয়ে ভাবতে শুরু করেছেন বোর্ডের কেউ কেউ। বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতা এই সিরিজেও অব্যাহত থাকলে কোচ-অধিনায়কত্বে পরিবর্তনের কথা বিবেচনা করতে পারে বোর্ড বলেও শোনা যাচ্ছে। তাছাড়া অনেকদিন ধরে মুমিনুলের ব্যাটে প্রত্যাশিত রানও নেই। টেস্ট অধিনায়ক অবশ্য আপাতত এসবকে পাত্তা দিচ্ছে না।

মুমিনুল বলেন, ‘আমি শ্রীলঙ্কায় এসেছি, মাঠে নামব, বোলার বল করবে, আমি ব্যাটিং করব, আর আমার বোলাররা বল করবে, ওদের ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, আমাদের ফিল্ডাররা ফিল্ডিং করবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব। আমি আসলে এসব নিয়েই মনোযোগী। আপনি যেগুলা বললেন (কোচ-অধিনায়ক ছাঁটাইয়ের গুঞ্জন) এগুলা নিয়ে কনসার্ন না। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমার কাছে মনে হয় এসব নিয়ে এত ভাবার দরকার নেই।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ মুমিনুল হক

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর