পাল্লেকেলেতে গতির ঝড় দেখছেন শ্রীলঙ্কান অধিনায়ক
২০ এপ্রিল ২০২১ ২০:৪৯
উপমহাদেশের উইকেট প্রাকৃতিকভাবেই নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো গতিময় নয়। নিজেদের দেশে টেস্ট ম্যাচের ক্ষেত্রে উইকেট আরও স্লো করতে চায় উপমহাদেশের দলগুলো। নিজেদের স্পিন শক্তি কাজে লাগানোর জন্য। কিন্তু পাল্লেকেলেতে এই সূত্রে হয়তো এগুতে চাইছে না শ্রীলঙ্কা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফর করছে বাংলাদেশ দল। পাল্লেকেলেতে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে আভাস দিয়ে রাখলেন, উইকেট হতে যাচ্ছে গতিময়।
মুত্তিয়া মুরালিধরন, রঙ্গনা হেরাথ যুগ অবসানের পর শ্রীলঙ্কা সেই মানের স্পিনার এখনো পায়নি। এই সিরিজের স্কোয়াডে থাকা দুই স্পিনারের একজন ওয়ানিন্দু হাসারাঙ্গার মাত্র তিন টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। অপর স্পিনার প্রবীন জয়াবিক্রমার অভিষেকই হয়নি এখনো।
অপর দিকে সাকিব আল হাসান না থাকলেও বাংলাদেশ দলে তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের মতো অভিজ্ঞ স্পিনার রয়েছেন। স্পিনিং উইকেট পেলে নিশ্চয় ঘুর্ণি জাদু দেখাতে প্রস্তুত তাইজুল-মিরাজরা। সেই কারণেই মূলত স্পিনিং উইকেট না বানিয়ে পেস বান্ধব উইকেট বানানোর চেষ্টা করেছে শ্রীলঙ্কা। তাছাড়া সম্প্রতি দেশে বাইরে পেস বান্ধব উইকেটে বেশ কয়েকটা টেস্ট খেলেছেন লঙ্কানরা। সেই অভ্যস্ততাও কাজে লাগাতে চাইছেন স্বাগতিকরা।
আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে করুনারত্নে তেমনটাই যেন বুঝাতেই চাইলেন, ‘আমরা পেস বান্ধব উইকেট চাইব। কারণ বাংলাদেশের কিছু ভালো স্পিনার আছে। আর আমরা গত কয়েক মাসে পেস বান্ধব উইকেটে খেলেছি, আমাদের পেসাররাও তৈরি আছে।’
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স ভয়াবহ। দেশের বাইরে গত পাঁচ বছরে মাত্র একটা টেস্ট জিততে পেরেছে বাংলাদেশ। তবুও করুনারত্নে মনে করছেন, বাংলাদেশ ভয়ঙ্কর। তার মতে খেলার মোড় ঘুড়িয়ে দেবার মতো বেশ কয়েকজন ক্রিকেটার আছেন বাংলাদেশ দলে, ‘আমি কোন নাম নিব না। বাংলাদেশ পুরো দল হিসেবেই ভাল খেলতে পারে। তাদের তামিম, মুশফিকের মতো ক্রিকেটার আছে যারা অনেক অভিজ্ঞ। আমার মনে হয় তারা খেলাটা বদলে দিতে পারে।’
দিমুথ করুনারত্নে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ সাকিব আল হাসান