অল্প পুঁজিতে এবার রক্ষা হলো না মুম্বাইয়ের
২১ এপ্রিল ২০২১ ০১:৫২
এবারের আইপিএলে নিজেদের প্রথম চার ম্যাচের কোনটিতেই শক্ত স্কোর গড়তে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম তিন ম্যাচে দেড়শর আশেপাশে স্কোর গড়ে রোহিত শর্মার দল। অবশ্য জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্টের দুর্দান্ত বোলিংয়ে ওই তিন ম্যাচের দুটিতেই জিতেছে মুম্বাই। তবে অল্প পুঁজি গড়ে আজ আর রক্ষা হলো না আইপিএলের সবচেয়ে সফল দলটির। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আজ ছয় উইকেটে হেরেছে মুম্বাই।
মঙ্গলবার (২০ এপ্রিল) এম চেন্নস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ১৩৭ রানের বেশি তুলতে পারেনি মুম্বাই। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা মুম্বাই শুরুতেই কুইন্টন ডি কককে (২) হারায়। এরপর সুর্যকুমার যাদব ও ইশান কিশানকে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন রোহিত।
কিন্তু রোহিত ও যাদব দশ রানের ব্যবধানে ফিরলে পরে আর জুটিই গড়তে পারেনি মুম্বাই। অভিজ্ঞ অমিত মিশ্রর স্পিনের বিপক্ষে উইকেট পড়েছে মুড়ি মুড়কির মতো। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে মুম্বাই। দলটির পক্ষে ৩০ বলে সর্বোচ্চ ৪৪ রান করেছেন রোহিত শর্মা। এছাড়া ইশান কিশান ২৬, যাদব ২৪ ও আটে নেমে জায়ান্ত যাদব ২২ রান করেছেন।
দিল্লির হয়ে অমিত মিশ্র ৪ ওভার বোলিং করে ২৪ রান খরচায় চার উইকেট নিয়েছেন। অভিষ খান নিয়েছেন দুই উইকেট।
পরে জবাব দিতে নেমে দিল্লিও শুরুতে উইকেট হারিয়েছে। দলীয় ১১ রানের মাথায় ৭ রান করে ফিরেন পৃথ্বী শ। তবে দুর্দান্ত ফর্মে থাকা শিখর ধাওয়ান স্টিভ স্মিথ ও লোলিত যাদবকে নিয়ে ম্যাচ বের করে নিয়েছেন। ১৯.১ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩৮ রানা তোলে দিল্লি।
ধাওয়ান ৪২ বলে ৫টি চার ১টি ছয়ে ৪৫ রান করেন। এছাড়া স্টিভ স্মিথ ২৯ বলে ৩৩ ও লোলিত যাদব ২৫ বলে ২২ রান করেছেন।