তিন পেসারের বাংলাদেশ
২১ এপ্রিল ২০২১ ১১:২২
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তিন পেস বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিবেন আবু জায়েদ রাহি। আর তার সঙ্গী হিসেবে থাকছেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। জায়গা মেলেনি তরুণ পেসার শরিফুল ইসলামের।
স্পিন আক্রমণ বিভাগে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গী হিসবে থাকছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
এদিকে ব্যাটিং অর্ডারে দলছুট সাদমান ইসলাম অনিক ও মোহাম্মদ মিঠুন। তবে সুযোগ পেয়েছেন তরুণ সাইফ হাসান। যদিও টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান তিনি দিতে পারেননি। দিনের দ্বিতীয় ওভারেই ফিরে গেছেন শূণ্য হাতে।
এর আগে বুধবার (২১ এপ্রিল) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারি বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ এবং আবু জায়েদ।
শ্রীলংকা একাদশ: দিমুথ কুরানারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, ওসাদা ফার্নান্দো, পাথুম নিশনাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জায়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েল্লা (উইকেটরক্ষক), ওয়াইন্ডু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা এবং বিশ্ব ফার্নাদো।
সারাবাংলা/এমআরএফ/এসএস
আবু জায়েদ রাহি এবাদত হোসেন তাসকিন আহমেদ তিন পেসার প্রথম টেস্ট বাংলাদেশ বনাম শ্রীলংকা