মোস্তাফিজদের উড়িয়ে শীর্ষে বেঙ্গালুরু
২৩ এপ্রিল ২০২১ ০০:৫৪
৪৩ রানে চার উইকেট হারানো রাজস্থান রয়্যালস শেষ পর্যন্ত ১৭৭ রান তুললে দলটির সমর্থকরা হয়তো স্বস্তিই পেয়েছিলেন, যাক বাবা লড়াই করার মতো একটা সংগ্রহ হলো। কিন্তু দেবদূত পাড়িক্কাল ও বিরাট কোহলি লড়াইটা করতে দিলেন কই! রাজস্থানে বোলিং আক্রমণকে কচুকাটা করে পরে দশ উইকেটে ম্যাচ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ১৬ নম্বর ম্যাচটাতে ২১ বল হাতে রেখেই রাজস্থানকে ১০ উইকেটে হারিয়েছে কোহলির বেঙ্গালুরু। চলতি আসরে কোহলির দলের এটা চতুর্থ জয়, ম্যাচ খেলেছেনও চারটা। স্বাভাবিক ভাবেই পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বেঙ্গালুরু।
ওয়াংখেড়ের উইকেট অনেকটাই পাটা, ব্যাটিং সহায়ক। কিন্তু তাই বলে ১৭৭ রানের স্কোর কোহলিরা এমন অবলীলায় পেরুবেন সেটা হয়তো ভাবেননি অনেকেই। পাড়িক্কাল ও কোহলির ওপেনিং জুটির সামনে দাঁড়াতেই পারেননি রাজস্থানের বোলাররা। দুজনই কচুকাটা করেছেন ক্রিস মরিচ, রায়ান পরাগ, মোস্তাফিজুর রহমানদের।
তুলনামূলক বেশি ভয়ঙ্কর ছিলেন তরুণ পাড়িক্কাল। বেঙ্গালুরুর যখন দশ উইকেটের জয় নিশ্চিত হলো পাড়িক্কাল তখন ৫২ বল খেলে ১১টি চার ৬টি ছক্কায় ১০১ রানে অপরাজিত। আইপিএলে প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন তরুণ ওপেনার। কোহলি অপরাজিত ছিলেন ৪৭ বলে ৭২ রানে। তার ইনিংসে চার ৬টি, ছক্কা ৩টি।
রাজস্থানের সব বোলারেরই বাজে দিন গেছে আজ। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান ৩.৩ ওভার বোলিং করে খরচ করেছেন ৩৪ রান। ওভারপ্রতি গড়ে ৯.৭১ রান খরচ করেছেন। ইকোনোমিক রেটে যা দলের পক্ষে দ্বিতীয় কিপটেমি। সবচেয়ে বেশি রান খরচ করেছেন ক্রিস মরিচ। ৩ ওভারে ৩৮ রান দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৩ রানে চার উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। সেখান থেকে ১৭৭ রানের সংগ্রহে বড় অবদান শিভম দুবে ও রাহুল তিওয়াতিয়ার। ৩২ বলে ৫টি চার ২টি ছক্কায় ৪৬ রান করেন দুবে। তিওয়াতিয়া ২৩ বলে ৪টি চার ২টি ছক্কায় ৪০ রান করেন। বেঙ্গালুরুর হয়ে মোহাম্মদ সিরাজ ২৭ রানে ও হার্শাল প্যাটেল ৪৭ রানে তিনটি করে উইকেট নিয়েছেন।