উড়তে থাকা পাকিস্তানকে মাটিতে নামালো জিম্বাবুয়ে
২৩ এপ্রিল ২০২১ ২০:৪৫
দক্ষিণ আফ্রিকাকে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারিয়ে জিম্বাবুয়ে গিয়ে সেখানেও প্রথম ম্যাচটা দাপুটে জিতেছিল পাকিস্তান। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখ থুবড়ে পড়ল বাবর আজমের দল। মাত্র ৯৯ রানে গুটিয়ে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ম্যাচ হেরেছে পাকিস্তান। তুলনামূলক খর্ব শক্তির জিম্বাবুয়ের এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা এখন ১-১ ব্যবধানে সমতা।
পাকিস্তান ক্রিকেট দলের গায়ে ‘আনপ্রেডিকটেবল’ তকমা সেটে আছে সেই আদিকাল থেকেই। দলটির অবিশ্বাস্যভাবে ম্যাচ জেতার উদাহরণ যেমন আছে, তেমনি জেতা ম্যাচ হেরে যাওয়ার বহু উদাহারণও আছে। আজ শুক্রবার (২৩ এপ্রিল) হারারে স্পোর্টস ক্লাব মাঠে দেখা গেল দ্বিতীয়টি।
প্রথমে ব্যাটিং করে ১১৮ রান তুলেছিল জিম্বাবুয়ে। আধুনিক টি-টোয়েন্টিতে এ আর তেমন কী! বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা সম্প্রতি যেভাবে জয়রথ ছুটাচ্ছেন তাতে এই টার্গেটকে মামুলিই মনে হচ্ছিল। তাছাড়া বাবর আজমের দল ৩ উইকেটে ৭৪ রান তুলে ফেললে জয় ছাড়া আর কিই-বা ভাবতে পাড়ত পাকিস্তানি সমর্থকরা। অবিশ্বাস্যভাবে সেখান থেকেই হেরে গেল পাকিস্তান।
বাবর আজম দলীয় ৭৪ রানের মাথায় ৪৫ বলে ৪১ রান করে ফিরলে কী যেন ভর করল পাকিস্তানি ব্যাটারদের ওপর! তিন উইকেটে ৭৪ রান থাকা দলটি একটা সময় ৯৯ রানে অলআউট! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড এটা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম হারও এটা। আগে ১৫ ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়না।
আজ পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দানিশ আজিজ, ২৪ বলে ২২ রান করেছেন তিনি। জিম্বাবুয়ের হয়ে লুক জংয়ে ১৮ রানে চার উইকেট নিয়েছেন।
এর আগে পাকিস্তানের হয়ে বোলিং ঝলক দেখিয়েছেন মোহাম্মদ হাসনাইন, হারিস রউফরা। হাসনাইন ৪ ওভারে ১৯ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। রউফ তিন ওভারে ১০ রান খরচায় নিয়েছেন এক উইকেট। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন তিনাশে স্টিফেন।