Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের মাঠকর্মী করোনায় আক্রান্ত


২৩ এপ্রিল ২০২১ ২২:২৭

ব্যাটিং রাজত্বে দারুণ এগুচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার পাল্লেকেলে টেস্ট। ৭ উইকেটে ৫৪১ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। পরে ৩ উইকেটে ২২৯ রান তুলে আজ তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। এমন ব্যাটিং সৌন্দের্যের মধ্যে মন খারাপের একটা খবর পাওয়া গেল। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই ম্যাচের এক মাঠকর্মী।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে খবরটি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের মিডিয়া ম্যানেজার প্রসন্ন রদ্রিগো।

বিজ্ঞাপন

তিনি জানান, ‘মাঠে প্রবেশের আগে আমরা নিয়মিত যে কোভিড পরীক্ষা করাই, সেখানেই এক অস্থায়ী মাঠকর্মীর কোভিড শনাক্ত হয়েছে শুক্রবার। শনাক্ত হওয়ার পরপরই তাকে ও তার সরাসরি সংস্পর্শে আসা আরও ৯ জনকে স্বাস্থ্য প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’

করোনাকালের ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজটিও হচ্ছে জৈব-সুরক্ষা বলয়ে। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাল্লেকেলেতে।

করোনাভাইরাস বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর