Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের অনুপস্থিতিতে আলো ছড়ালেন মোস্তাফিজ


২৪ এপ্রিল ২০২১ ২২:০৬

ম্যাচটা হওয়ার কথা ছিল সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের দ্বৈরথের। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব, মোস্তাফিজ খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। আইপিএলের ১৮ নম্বর ম্যাচে আজ মুখোমুখি হয়েছে কলকাতা-রাজস্থান। সে হিসেবে সাকিব-মোস্তাফিজেরও মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু সাকিব কলকাতার একাদশে জায়গা করে নিতে পারেননি বলে সেটা আর হয়ে উঠল না। তবুও ম্যাচের প্রথম ইনিংস দেখে মন ভড়ে যাওয়ারই কথা বাংলাদেশি সমর্থকদের! সাকিবের অনুপস্থিতিতে রাজস্থানের হয়ে যে দুর্দান্ত বোলিং করলেন মোস্তাফিজ।

বিজ্ঞাপন

শনিবার (২৪ এপ্রিল) মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে আজও সুবিধা করতে পারেনি ভুগতে থাকা কলকাতার ব্যাটিং ইউনিট। আর এর বড় কারণ মোস্তাফিজ আর ক্রিস মরিচের দুর্দান্ত বোলিং। বাংলাদেশি পেসার উইকেট অবশ্য পেয়েছেন মাত্র ১টি। তবে ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২২টি।

মোস্তাফিজের ওভারগুলোতে সেভাবে রান তুলতে না পেরে অন্যদের হাঁকাতে চেয়ে পরপর উইকেট হারিয়েছে কলকাতার ব্যাটাররা। পাওয়ার প্লেতে দুই ওভার বোলিং করে মাত্র ৯ রান খরচ করেছিলেন মোস্তাফিজ। বাংলাদেশি পেসারের বাকি দুই ওভার ডেথ ওভারের জন্য রেখে দিয়েছিলেন রাজস্থানে অধিনায়ক সাঞ্জু স্যামসন।

দুটি আলগা বলে দুটি চার হজম করার বিষয়টি বাদ দিলে ডেথ ওভারেও দুর্দান্ত ছিলেন মোস্তাফিজ। প্যাট কামিন্স, রাহুল ত্রিপাতিরা বারবার পরাস্ত হয়েছেন মোস্তাফিজের স্লোয়ার, কার্টারে। ত্রিপাতিকে তুলে নিলেন কার্টারেই। মোস্তাফিজের কার্টারে ক্যাচ তুলে দিয়েছিলেন প্যাট কামিন্সও। কিন্তু উইকেটরক্ষক স্যামসনের সঙ্গে শিভম দুবের ভুল বুঝাবুঝির কারণে সহজ ক্যাচটা ধরতে পারেনি কেউই।

ক্রিস মরিচ উইকেট পেয়েছেন তিনটি। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ৪ ওভারে ২৩ রান খরচায় তিন তুলে নিয়েছেন। কলকাতার ইনিংস থেমেছে ১৩৩ রানে। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেছেন রাহুল ত্রিপাতি। এছাড়া দিনেশ কার্তিক ২৫ ও নিতিশ রানা ২২ রান করেছেন।

আইপিএল মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর