Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০৭ রানের লিড নিয়ে লঙ্কানদের ইনিংস ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২১ ১২:৩৮

পাল্লেকেলে টেস্টে ব্যাট হাতে যেই নামছেন উইকেট তাকে নিরাশ করছে না। প্রথম ব্যাট করতে নেমে শান্ত ও মুমিনুলের শতকে ৭ উইকেটে ৫৪১ রান তলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর প্রথম ইনিংসে দিমুথ করুনারত্নের ২৪৪ আর ধনঞ্জয়ার ১৬৬ রানে ভর করে ৮ উইকেটে ৬৪৮ রান তুলে ১০৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা।

৫ম দিনের শুরুতেই ধনঞ্জয়া ডি সিলভা ও দিমুথ করুনারত্নেকে তুলে নিয়ে টাইগারদের ভালো শুরুর এনে দেন তাসকিন আহমেদ। ৩ উইকেটে ৫১২ রান নিয়ে দিন শুরু করা লঙ্কানরা। দিনের শুরুতে তাসকিন আহমেদ লঙ্কান দুর্গে আঘাত হানলে পরে দ্রুতই কয়েকটি উইকেট হারায় স্বাগতিকরা। তবে রানের চাকাও সচল রাখে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

এর আগে করুনারত্নে ২৩৪ ও ধনঞ্জয় ১৫৪ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন শেষ করেছিলেন। ৫ম দিনে আর ১২ রান যোগ করে ফেরেন ধনঞ্জয়। আর তাতেই ভাঙে ৩৪৫ রানের বিশাল জুটি।

তৃতীয় দিনের শেষ ভাগ থেকে শুরু করে চতুর্থ দিনে পুরোটা ব্যাট করেছেন দুই লঙ্কান ব্যাটার ধনঞ্জয় ডি সিলভা এবং দিমুথ করুনারত্নে। এই দুই ব্যাটারের কাছে টাইগার বোলাররা অসহায় আত্মসমাপর্ণ করে।

ধনঞ্জয় আউট হওয়ার আগে ২৯১ বলে ১৬৬ রান করেন। এরপর ধীর গতিতে আড়াইশর দিকে এগোচ্ছিলেন দিমুথ করুনারত্নে। তবে তাকে সেই মাইলফলক ছুঁতে দেননি তাসকিন। তার বলে বড় শট খেলতে গিয়ে মিড উইকেটে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন করুনারত্নে। আর তাতেই লঙ্কান অধিনায়কের মহাকাব্যিক ইনিংসের সমাপ্তি ঘটে। আউট হওয়ার আগে করুনারত্নে ৪৩৭ বলে ২৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। দলীয় ৫৫৩ রানে ৬ষ্ঠ উইকেটের পতন ঘটে নিশাঙ্কা (১২) ফিরলে। এরপর একে একে দলীয় ৫৮৫ রানে ডিকওয়েল্লা (৩১) আর ৬৪৭ রানে হসারাঙ্গা (৪৩) ফিরলে ৮ম উইকেটের পতন ঘটে স্বাগতিকদের।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। এছাড়া দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। আর একটি করে উইকেট আছে মেহেদি মিরাজ ও এবাদত হোসেনের ঝুলিতে।

প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর ১৬৩ আর অধিনায়ক মুমিনুলের ১২৭ রানে ভর করে ৭ উইকেটে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

প্রথম ইনিংস:

বাংলাদেশ: ৫৪১/৭ (ডিক্লেয়ার); (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২ এবং তাসকিন ৬*); (লাকমাল ৩৬-১৪-৮১-১, ফার্নান্দো ৩৫-৯-৯৬-৪, লাহিরু ২৮-৪-৮৮-১, ধনঞ্জয় ৩০-১-১৩০-১)।

শ্রীলঙ্কা: ৬৪৮/৮ (ডিক্লেয়ার); (করুনারত্নে ২৪৪, থ্রিমান্নে ৫৮, ওশাদা ২০, ম্যাথিউস ২৫, ধনঞ্জয়া ১৬৬, নিশাঙ্কা ১২, ডিকওয়েল্লা ৩১, সিল্ভা ৪৩, লাকমাল ২২* এবং বিশ্ব ০*); (তাসকিন ৩০-৬-১১২-৩, তাইজুল ৪৫-৯-১৬৩-২, মিরাজ ৫৮-৬-১৬১-১, এবাদত ২১-১-৯৯-১, রাহি ১৯-২-৭৬-০)।

সারাবাংলা/এসএস

৫ম দিন পাল্লেকেলে টেস্ট প্রথম টেস্ট শেষ দিন শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর