কঠিন প্রতিপক্ষ হলেও চেলসিকে ছাড় দেবে না বার্সা
১২ ডিসেম্বর ২০১৭ ১৪:২৮
সারাবাংলা ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আর ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। ম্যাচটি যে হতে যাচ্ছে হাইভোল্টেজ ম্যাচ তাতে কোনো সন্দেহ নেই। হোম আর অ্যাওয়েভিত্তিক দুই লেগের ম্যাচ যে উত্তেজনা ছড়াবে সেটিও বলার অপেক্ষা রাখে না।
দুই লেগের ম্যাচ দুটিকে বার্সার কোচ আরনেস্টো ভালভারদে কঠিন হিসেবেই দেখছেন। কঠিন প্রতিপক্ষ হলেও নিজের শিষ্যরা ইংলিশ ক্লাবটিকে কোনো ছাড় দেবে না বলে জানালেন বার্সা কোচ। চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগের পর বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে হবে ফিরতি পর্ব।
ভালভারদে জানান, ‘এটা আমাদের জন্য কঠিন ম্যাচ হতে চলেছে। কারণ, ড্র তে আমরা বেশ কঠিন একটি দলের বিপক্ষেই পড়েছি। আমি এটাও স্বীকার করি শেষ ষোলোয় কোনো দলই সহজ নয়। এখানে সবাই কঠিন প্রতিপক্ষ। বিশ্বের সেরা ১৬টি দলই এখানে খেলবে। আমার ছাত্ররা কোনো দলকেই এতটুকু ছাড় দেবে না।’
চেলসির প্রসঙ্গে বার্সা কোচ জানান, ‘চেলসি বর্তমান ইংলিশ চ্যাম্পিয়ন্। কিন্তু আমরা আমাদের ছন্দেই খেলবো। আমি মনে করি চেলসি আমাদের প্রতিপক্ষ হিসেবে আসায় আমাদের চ্যালেঞ্জ জেতার এবং ম্যাচ জেতার ইচ্ছেটা আরও বেড়েছে। দলের সকল সাপোর্টারদের জন্য এই দুটি ম্যাচ আমরা জিততেই মাঠে নামবো। যদিও চেলসি টেকটিক্যালি এবং ফিজিক্যালি অনেক শক্তিশালী। ওদের স্কোয়াডে মোরাতার মতো দুর্দান্ত গতির ফুটবলার রয়েছে। তাদের হ্যাজার্ডের মতো অসাধারণ স্ট্রাইকার আছে। তাদের দারুণ একটি লাইনআপ আছে। তারপরও আমি বলছি চেলসিকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায় আমার ছাত্ররা যেন আরও বেশি উজ্জ্বীবিত।
সারাবাংলা/এমআরপি/১২ ডিসেম্বর ২০১৭