Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোলারদের জন্য কষ্ট লেগেছে: সুজন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২১ ১৯:১৪

শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেও শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। পাল্লেকেলেতে বোলারদের জন্য উইকেটে ছিল না কিছুই। পুরোটাই উজাড় করে ব্যাটসম্যানদের ঢেলে দিয়েছে উইকেট। দুই দল প্রথম ইনিংসে মোট উইকেট হারিয়েছে ১৫টি আর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দল উইকেট হারিয়েছে মোট দুটি। অর্থাৎ প্রায় তিন ইনিংসে উইকেট পড়েছে মাত্র ১৭টি। উইকেটে বোলারদের জন্য কিছু না থাকাতে টাইগার টিম লিডার খালেদ মাহমুদ সুজনের কষ্ট লেগেছে বোলারদের জন্য।

বিজ্ঞাপন

এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা পাঁচটি হারের পর অবশেষে পরাজয় এড়ানোতে বেশ খুশি সুজন। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের টিম লিডার সুজন মনে করেন, টাইগারদের ড্র করার অনুশীলনই ধীরে ধীরে জয়ের অভ্যাস গড়ে তুলবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হেরে যায় বাংলাদেশ। সবকিছু মিলিয়ে সুজন ড্র’কেই দেখছেন সময়ের আদর্শ প্রস্তুতি হিসেবে।

বিজ্ঞাপন

নির্জীব উইকেট দেখে বোলারদের জন্য মন কেঁদেছে টাইগার টিম লিডারের। তাই তো ম্যাচ শেষে তিনি বলেন, ‘হ্যাঁ আমি বিশ্বাস করি এই ম্যাচের উইকেট একদম ফ্ল্যাট ছিল। যেখানে এই কন্ডিশনে, এই উইকেটে টেস্ট ম্যাচের ফল হওয়া খুবই কঠিন আসলে। কিন্তু আই ভেরি সরি ফর দ্য বোলারস, দুই দলের বোলারদের জন্যই। এই উইকেটে টেস্ট ম্যাচ জেতানো, বোলারদের জন্য খুবই কঠিন, ২০ উইকেট তোলা। আর আমাদের বোলিং আক্রমণের চেয়েতো ওদের পেস বোলিং আক্রমণ বেশি অভিজ্ঞ। হয়তোবা আমরা স্পিনারদের দিক থেকে অভিজ্ঞ ছিলাম। কিন্তু পেস বোলারদের দিক দিয়ে ওরা অভিজ্ঞ। ওরাও কিন্তু এখান থেকে উইকেট তুলতে পারেনি। পুরো পাচদিন শেষে আমরা দেখলাম মাত্র ২০ টা উইকেটের মত পড়েছে।’

কিন্তু এতকিছুর পরেও টাইগার বোলারদের পারফরম্যান্সে বেশ তুষ্ট সুজন। ম্যাচ শেষে তাই তো টাইগার বোলারদের প্রশংসা করতে ভুলেননি টিম লিডার। সুজন বলেন, ‘আমি খুব খুশি তাসকিন যেভাবে বল করেছে এবং এবাদতও। আমি মনে করি জোরে বল করেছে, এফোর্ট দিয়েছে। এই গরমে এত সহজ ছিল না। তাসকিন তো প্রায় ৩০ ওভার বল করেছে। গ্রেট এফোর্ট। সবসময় যেটা হয় ৩০ ওভার বল করলে বোলিংয়ের মতো বোলিং হয়না, কিন্তু তাসকিন পুরো এফোর্ট দিয়েছে, আমি খুব খুশি।’

দ্বিতীয় টেস্ট নিয়েও অবশ্য আশাবাদ প্রকাশ করতেছেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘আমি মনে করি এরপরে আমাদের জন্য অন্যরকম কিছু অপেক্ষা করছে। সেটা এখনই বলা যাবেনা উইকেট না দেখে। কালকে আমরা মাঠে যাবো আশা করি, সিমিং উইকেট হতে পারে, কতটুকু সিমিং হবে আমরা জানিনা। হয়তো স্পিন উইকেট হতে পারে। কিন্তু অবশ্যই ফ্ল্যাট উইকেট হবেনা বলে আমি মনে করি। কারণ শ্রীলঙ্কা দলও হয়তো পছন্দ করেনি এই উইকেটকে। আমি বলবো যে টেস্ট ক্রিকেটে রেজাল্ট অরিয়েন্টেড উইকেট এটা না। আমরা আশা করছি পরের ম্যাচে এর থেকে ভালো উইকেট পাবো।’

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামি ২৯ এপ্রিল ক্যান্ডিতে মাঠে গড়াবে।

সারাবাংলা/এমআরএফ/এসএস

খালেদ মাহমুদ সুজন পাল্লেকেলে টেস্ট ড্র প্রথম টেস্ট শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর