ঘরোয়া কোনো ধরণের ক্রিকেটেই আজও একবারের জন্যও মুশফিকুর রহিমের উইকেট নিতে পারেননি শরিফুল ইসলাম। তবে হুট করেই যেন পণ করে বসলেন এই তরুণ পেসার! একটি বারের জন্য হলেও দেশের অন্যতম সেরা এই ব্যাটারের উইকেট তিনি নিজ থলিতে পুড়তে চান।
বাংলাদেশের সব ব্যাটারদের মধ্যে মুশফিকুর রহিমই শরিফুলের কাছে সেরা, তামিমের ব্যাটিও তার ভাল লাগে। তবে নেটে মুশফিকের সঙ্গে তার দ্বৈরথ বেশ জমে উঠে। শরিফুল যেমন তাকে আউট করতে মরিয়া থাকেন, মুশফিকও নাকি তাকে মারমার কাটকাট জবাব দেন। নেটে প্রিয় ব্যাটারকে কতবার আউট করেছেন না করেছেন সেই হিসেব তিনি রাখেননি। তবে ঘরোয়া ক্রিকেটেরে কোন আসরেই যে তার উইকেট পাওয়া হয়নি সেকথা তার বেশ ভাল করেই মনে আছে। সেকারণেই বোধ হয় তার এমন পণ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ক্যান্ডি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠান ভিডিও বার্তায় তিনি একথা জানান।
শরিফুলল বলেন, ‘ব্যাটারদের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে মুশফিক ভাইয়ের ব্যাটিং। তাকে এখনও আমি আউট করতে পারি নাই। যেকোনো খেলায় তার উইকেট নেয়া আমার একটা ইচ্ছা। মুশফিক ভাই আর তামিমের ভাইয়ের ব্যাটিং ভালো লাগে। আমি আগে দেখতাম তাদের খেলা। এখন তাদের সাথে খেলতেছি, তাদেরকে বল করতেছি এটা ভালো লাগতেছে। তাদের সাথে ভালোই ফাইট হচ্ছে নেটের ভেতরে।’