Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলের বিদেশি ক্রিকেটারদের আশ্বস্ত করল বিসিসিআই


২৭ এপ্রিল ২০২১ ১৭:৪৮

কদিন ধরে ভারতে ভয়াবহ আকার ধারন করেছে মহামারী করোনাভাইরাস। আক্রান্ত আর মৃত্যের সংখ্যা বাড়ছে দিনকে দিন। ইদানিং প্রতিদিন আক্রান্ত হচ্ছে প্রায় সাড়ে তিন লাখ মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, ভারতর কিছু কিছু শ্মশানে মৃত্যদেহ পুড়িয়ে শেষ করতে পারছে না! এমন কঠিন পরিস্থিতির মধ্যেই দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল। ভারতের করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার দেশে ফিরে গেছেন। যারা আইপিএল খেলছেন তাদের অনেকে দেশে ফেরা নিয়ে শঙ্কিত। কারণ দেশটির সঙ্গে ইতোমধ্যেই আকাশপথের যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে বৃটেন, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ। এদিকে, এমন পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটারদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

বিজ্ঞাপন

আইপিএল শেষে বিদেশি ক্রিকেটারদের বাড়ি পৌঁছা নিয়ে চিন্তিত না হতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবং জৈব সুরক্ষা বলয়ে আইপিএল খেলা প্রতিটি ক্রিকেটার সুরক্ষিত- এমন বার্তাও দেওয়া হয়েছে বিসিসিআইয়ের পক্ষে থেকে।

বেশ কয়েকজন ক্রিকেটার দেশে ফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর বিসিসিআইয়ের অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী হেমাং আমিন আইপিএলের আটটি ফ্র্যাঞ্চাইজিকে ই-মেইল বার্তা পাঠিয়েছেন। ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিন ই-মেইলে লিখেছেন, ‘ভারত যখন স্বাস্থ্যব্যবস্থায় কঠিন চ্যালেঞ্জের মুখে, তখন আমি আপনাদের কাছে এই লেখা লিখছি। ভারতের এই উদ্বেগজনক পরিস্থিতিতে কিছু ক্রিকেটার সরে দাঁড়িয়েছে। আমরা তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি এবং সমর্থন থাকবে সবসময়। একই সঙ্গে আমরা আপনাদের আশ্বস্ত করছি যে বলয়ের মধ্যে আপানারা একদম নিরাপদ।’

ক্রিকেটারদের আশ্বস্ত করে আমিন লিখেন, ‘আমরা বুঝতে পারছি আপনারা দুশ্চিন্তার মধ্যে আছেন যে টুর্নামেন্ট শেষে কীভাবে দেশে ফিরবেন। এটা স্বাভাবিক। আমরা আপনাদের কোনও দুশ্চিন্ত না করার অনুরোধ করছি। আপনারা গন্তব্যে যেন নির্বিঘ্নে পৌঁছাতে পারেন বিসিসিআই সেজন্য সবকিছু করবে। বিসিসিআই এজন্য সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। আপনারা নিশ্চিত থাকুন যে বিসিসিআইর জন্য টুর্নামেন্ট ততক্ষণ শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আপনাদের নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে না পারে।’

উল্লেখ্য, চলতি আইপিএলের মাঠের লড়াই শেষ হওয়ার কথা রয়েছে আগামী মে মাসের ৩০ তারিখে।

আইপিএল করোনাভাইরাস বিসিসিআই

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর