Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের আরেকটা হতাশার সেশন


২৯ এপ্রিল ২০২১ ১৫:৩৭

‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’ ক্রিকেটে বেশ প্রচলন আছে এই কথার। আপাতত ম্যাচ মিসের মতো ঘটনা না ঘটলেও পাল্লেকেলে টেস্টে ক্যাচ মিস বেশ ভোগাচ্ছে বাংলাদেশকে। দিমুথ করুনারত্নেকে ২৮ রানের মাথায় দুবার আউট করার সুযোগ হারিয়েছেন বাংলাদেশি ফিল্ডাররা। সেই করুনারত্নের সেঞ্চুরি ও অপর ওপেনার লাহিরু থিরিমান্নের প্রায় সেঞ্চুরিতে বিনা উইকেটে ১৮৮ রান তুলে পাল্লেকেলে টেস্টের প্রথম দিনের চা বিরতিতে গেছে শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ম্যাচের উইকেট ছিল পাটা। বলা হচ্ছিল দ্বিতীয় টেস্টের উইকেট অমন হবে না, বোলারদের জন্যও সুবিধা থাকবে। কিন্তু টস জিতে শ্রীলঙ্কান অধিনায়কের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তে পরিস্কার যে দ্বিতীয় টেস্টেও খুব বেশি সুবিধা পাচ্ছেন না বোলাররা। তবুও শুরুতে গতি আর নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কান ওপেনারদের নাঁভিশ্বাস তুলে ছেড়েছিলেন বাংলাদেশি পেসাররা।

বিজ্ঞাপন

তাসকিন আহমেদ, আবু জায়ের রাহি শুরুতে দুর্দান্ত বোলিং করেছেন। অভিষিক্ত শরিফুল ইসলামও বল তুলেছেন বেশ ভালোই। মাঝে মধ্যেই বাংলাদেশি পেসের সামনে বিপদে পড়তে যাচ্ছিল শ্রীলঙ্কা। এর মধ্যেই ঘটে ক্যাচ মিসের ঘটনা। ২৮ রানের মাথায় তাসকিনের বলে মিড অফে ক্যাচ দেন প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান। কিন্তু শুরুতে বুঝতে না পেরে জায়গায় যেতে পারলেন না মুমিনুল হক। দুই বল পরে করুনারত্নের ক্যাচ একেবারে হাতে ছিল স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর। কিন্তু সহজ ক্যাচ ধরতে ব্যর্থ শান্ত। এর মধ্যে মুমিনুল হকের বোলিং পরিবর্তনও দৃষ্টকটু লেগেছে। নতুন বলে দুর্দান্ত বোলিং করছিলেন তাসকিন, রাহি। কিন্তু তার মধ্যেই স্পিনার মেহেদি হাসান মিরাজের হাতে বল তুলে দেন তিনি। দশ ওভারে চার বোলার ব্যবহার করেছেন মুমিনুল।

দুবর জীবন পাওয়া করুনারত্নে হাফ সেঞ্চুরি পূর্ণ করে লাঞ্চে গিয়েছিলেন। দ্বিতীয় সেশনে হাফ সেঞ্চুরিটাকে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরিতে রূপান্তরিত করেছেন শ্রীলঙ্কান অধিনায়ক। একই তালে এগুচ্ছেন আরেক ওপেনার থিরিমান্নেও। দ্বিতীয় সেশনে তেমন সুযোগই দেননি দুজন। উইকেট জমে যাওয়া সুবিধা কাজে লাগিয়েছেন দারুণভাবে।

কড়া রোদের মধ্যে বাংলাদেশও আর শুরুর বোলিং দাপটটা ধরে রাখতে পারেনি। তাইজুল ইসলামের স্পিন ছিল একেবারেই নির্বিষ। চা বিরতিতে যাওয়ার আগে ১০৬ রানে অপরাজিত করুনারত্নে। তার ১৭৫ বলের ইনিংসটিতে ছক্কা নেই, চার মেরেছেন ১৩টি। থিরিমান্নে অপরাজিত ৮০ রানে। ১৭৪ বলে ৮টি চারের সাহায্যে এই রান করেছেন তিনি।

তাইজুল ইসলাম তাসকিন আহমেদ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ মুমিনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর