পৃথ্বীর ব্যাটে দিল্লির দারুণ জয়
৩০ এপ্রিল ২০২১ ০০:৩৭
ফের হাসল তরুণ পৃথ্বী শ’র ব্যাট। তরুণ তারকার দুর্দান্ত এক ইনিংসে আইপিএলের ২৫তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। সপ্তম ম্যাচে পঞ্চম জয় পাওয়া দিল্লি পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে বসেছে। অন্য দিকে সপ্তম ম্যাচে কলকাতার এটা পঞ্চম হার।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) আহমেদাবাদে জয়ের জন্য ১৫৫ রান দরকার ছিল দিল্লির। মাঝারি এই টার্গেট পেরুতে নেমে কলকাতার বোলিং আক্রমণকে পাত্তাই দেয়নি পৃথ্বী শ ও শিখর ধাওয়ান। প্রথম উইকেটে ১৩২ রান তোলেন দুজন। বাংলাদেশি তারকা সাকিব আল হাসানকে আজও বাইরে রেখে একাদশ সাজিয়েছে কলকাতা। তার জায়গায় একাদশে জায়গা পাওয়া সুনীল নারিন পুরো ব্যর্থ। ব্যাট হাতে শূন্য রানে আউট হওয়া নারিন বল হাতে ৪ ওভারে ৩৬ রান খরচ করে উইকেটশূন্য। সুবিধা করতে পারেননি বরুণ চক্রবর্তী, শিভাম মাভিরাও।
শিখর ধাওয়ান একপ্রান্ত ধরে রয়েসয়ে খেললেও অপর প্রান্তে ব্যাটে ঝড় তোলেন তরুণ পৃথ্বী। মাত্র ৪১ বল খেলে ১১টি চার ৩টি ছক্কার সাহায্যে ৮২ রান করেন ২২ বছর বয়সী তরুণ। শিখর ৪৭ বলে ৪টি চার ১টি ছয়ে ৪৬ রান করেন। শেষ দিকে অধিনায়ক রিশভ পন্ত ৮ বলে ১৬ রান করে ১৬.৩ ওভারেই দিল্লির জয় নিশ্চিত করেছেন। অন্যদের ব্যর্থতার মধ্যে কলকাতার সফল বোলার প্যাট কামিন্স। চার ওভারে ২৪ রান খরচায় তিন উইকেট নিয়েছেন অজি পেসার।
এর আগে তরুণ শুভমান গিলের গোছালো এক ইনিংস ও শেষ দিকে আন্দ্রে রাসেল ঝড়ে দেড়শোর্ধ্ব স্কোর গড়তে পেরেছে কলকাতা। অফ ফর্মে থাকা গিল আজ ৩৮ বলে ৩টি চার ১টি ছক্কায় ৪৩ রান করেছেন। শেষ দিকে মাত্র ২৭ বলে ৪৫ রান করেন রাসেল। তার ইনিংসে চার ২টি, ছক্কা ৪টি। দিল্লির হয়ে লোলিত যাদব ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নিয়েছেন।