Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেন্সকে হারিয়ে শীর্ষে পিএসজি

স্পোর্টস ডেস্ক
২ মে ২০২১ ০০:০৪

ঘরের মাঠে লেন্সকে ২-১ গোলের ব্যবধান হারিয়ে লিগ ওয়ানের শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নস পিএসজি। প্যারিসিয়ানদের হয়ে একটি গোল করেছেন নেইমার জুনিয়র আর অধিনায়ক মার্কুইনেসের বাকি একটি গোলেরও যোগান দাতা ছিলেন নেইমারই।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের দল থেকে এদিন বিশ্রামে ছিলেন কিলিয়ান এমবাপে। গুঞ্জন রটেছে সিটির বিপক্ষে দ্বিতীয় লেগে খেলা নিয়ে শঙ্কায় রয়েছেন এমবাপে। আর এদিকে লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার দৌড়ে দলকে ঠিকই জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে রেখে আক্রমণ সাজাতে থাকে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। তবে ম্যাচের প্রথম দিকে তেমন গোলের সুযোগই তৈরি করতে পারেনি স্বাগতিকরা। খেলার ৩৩তম মিনিটে জুলিয়ান ড্রাক্সলারের লেন্সের ডি বক্সে বল জিতে বাড়িয়ে দেন নেইমারের দিকে। আর ছুটে গিয়ে তা জালে জড়ান এই ব্রাজিলিয়ান সুপারস্টার। আর পিএসজি লিড নেয় ১-০ গোলে লিড নেয়।

বিরতির পর ফিরেই ১৪তম মিনিটে পিএসজির ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মার্কুইনেস। আর এই গোলের যোগানদাতাও ছিলেন পিএসজিকে প্রথমে লিড এনে দেওয়া নেইমার। কর্নার থেকে নেইমারের ভাসানো বলে মাথা ছুঁইয়ে বাঁ দিকের নিচের কোনা বরাবর দিয়ে বল জালে জড়ান মার্কুইনেস।

২-০ গোলের লিড নেওয়ার মাত্র দুই মিনিটের মাথায় লেন্সের হয়ে একটি গোল শোধ করেন ইগ্নাসিয়াস গাঙ্গো। ম্যাচের শেষ দিকে মাউরো ইকার্দি গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। আর তাতেই শেষ পর্যন্ত ওই ২-১ গোলের ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় প্যারিস সেইন্ট জার্মেইকে।

বিজ্ঞাপন

এই জয়ে লিগ ওয়ানে ৩৫ ম্যাচে ২৪ জয়, তিন ড্র আর ৮ হারে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লিলে। আর ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তিনে আছে মোনাকো।

সারাবাংলা/এসএস

নেইমার জুনিয়র পিএসজি বনাম লেন্স ফ্রেঞ্চ লিগ ওয়ান লিগ ওয়ান লিগ ওয়ানের শীর্ষে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর