বিশ্বরেকর্ড গড়তে পারবে বাংলাদেশ?
২ মে ২০২১ ১৬:৪৬
প্রথম ইনিংসেই বড় লিড পেয়েছিল শ্রীলংকা। লংকানদের লাগাম টেনে ধরতে হলে দ্বিতীয় ইনিংসে অল্পতেই গুটিয়ে দিতে হতো তাদের। স্পিনবান্ধব উইকেট হলেও সেটা করতে পারেননি বাংলাদেশি স্পিনাররা। আজ চতুর্থ দিনের প্রথম সেশনে ওভার প্রতি প্রায় পাঁচ করে রান তুলে ৯ উইকেটে ১৯৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে শ্রীলংকা। যাতে দুই ইনিংস মিলিয়ে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৪৩৭ রান। প্রশ্ন হলো চতুর্থ ইনিংসে এতো রান করে ম্যাচ জিততে পারবে বাংলাদেশ?
জিততে হলে ইতিহাসই গড়তে হবে বাংলাদেশকে। টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে এতো রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ তাড়া করে জয়ের রেকর্ডটি ৪১৮ রানের।
২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কৃতিত্ব গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড মাত্র চারটি। বাকি তিনটি হলো- ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৪১৪, ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ৪০৬ এবং ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৪০৪।
২০০৯ সালে চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপকে্ ২১৭ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এটাই চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। অবশ্য চতুর্থ ইনিংসে চারশর বেশি রান করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০০৮ সালে ঢাকায় এই শ্রীলঙ্কার বিপক্ষেই চতুর্থ ইনিংসে ৪১৩ রান করেছিল টাইগাররা। তবুও হারতে হয়েছিল বাংলাদেশকে।