টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টেন লিগ
৬ মে ২০২১ ২১:৩৩
আবু ধাবি টি-টেন লিগের আগামী আসর শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে আলোচিত টুর্নামেন্টটি। সবকিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে ১৫ নভেম্বর, আর টি-টেন লিগ শুরু হবে ১৯ নভেম্বর। টুর্নামেন্টটির ফাইনাল মাঠে গড়াবে ৪ ডিসেম্বর।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত। কিন্তু দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ যেভাবে দিন দিন বাড়ছে তাতে বিশ্বকাপ অন্য কোথাও সড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। শোনা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
মূলত এই কথা ভেবেই বিশ্বকাপের পরপর টি-টেনের সূচি নির্ধারণ করা হয়েছে। যাতে বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটাররা ভ্রমণ ও কোয়ারেন্টাইন ঝামেলা এড়িয়ে টি-টেন খেলতে পারেন।
উল্লেখ্য, দশ ওভারের এই টুর্নামেন্টের সর্বশেষ আসরটি মাঠে গড়িয়েছিল গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে। আট দলের লড়াইয়ে শিরোপা ঘরে তোলে নর্দান ওয়ারিয়র্স। গত আসরে বাংলাদেশ থেকে নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, সোহাগ গাজী, মনির হোসেন ও মুক্তার আলি টি-টেন লিগে খেলেছিলেন।