অ্যাস্টন ভিলার মাঠে ম্যাচের ২৪ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ব্রুনো ফার্নান্দেজ, মেসন গ্রিনউড এবং এডিনসন কাভানির গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা। এই জয়ে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা ২৫ ম্যাচ অপরাজিত রইল ওলে গানার সোলশায়ারের দল। আর ইউনাইটেডের এই জয়ে শিরোপা উৎসবের অপেক্ষা আরও বাড়ল ম্যানচেস্টার সিটির।
এদিন ম্যানচেস্টার ইউনাইটেড হারলে আগামি ম্যাচে নামার আগে শিরোপা নিশ্চিত হতো ম্যানচেস্টার সিটির। ফলে অপেক্ষা একটু বাড়ল ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সিটিজেনদের। এক ম্যাচ কম খেলে ইউনাইটেড ২০ জয় ও ১০ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দুই নম্বরে।
ইউনাইটেডের ডি বক্সের ঠিক সামনে থেকে ম্যাচের ২৪তম মিনিটে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান ভিলার স্ট্রাইকার বার্ট্রান্ড ট্রাওরে। আর প্রথমার্ধে কিছুটা ছন্নছাড়া ফুটবল খেলে পিছিয়ে থেকেই শেষ করে ইউনাইটেড।
তবে দ্বিতীয়ার্ধে ফিরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রেড ডেভিলসরা। ম্যাচের ৫২তম মিনিটে ডি বক্সে পগবাকে ফাউল করলে পেনাল্টি পায় ইউনাইটেড। স্পট কিক থেকে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে নিজের ১৭তম গোলে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। এবারের মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতার তালিকায় তিন নম্বরে তিনি। ২১ গোল নিয়ে শীর্ষে টটেনহ্যাম হটস্পার্সের হ্যারি কেইন। ২০ গোল নিয়ে দুইয়ে লিভারপুলের মোহাম্মাদ সালাহ।
সমতায় ফেরার মাত্র মিনিট চারেক পরে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় ইউনাইটেড। ম্যাচের ৫৬ মিনিটে রাইট ব্যাক অ্যারন ওয়ান বিসাকার অ্যাসিস্ট থেকে গোল করেন মেসন গ্রিউনউড। ডান দিক থেকে গ্রিনউডকে বল বাড়ান বিসাকা আর বল পেয়ে বাঁ-পায়ের জোরালো শটে বল জালে জড়ান গ্রিনউড। এরপর ম্যাচের ৮৭তম মিনিটে বাম প্রান্ত থেকে রাশফোর্ডের মাপা ক্রসে দুর্দান্ত হেডে ব্যবধান ৩-১ করেন এডিনসন কাভানি।
শেষ দিকে ইউনাইটেডের ডি বক্সের ভেতর ডাইভ দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ভিলার স্ট্রাইকার ওলি ওয়াটকিন্স। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।