বাঁশের ব্যাটের আলোচনা থামিয়ে দিল এমসিসি
১১ মে ২০২১ ২০:১১
ক্রিকেটে বাঁশের ব্যাটের ব্যবহারের আলোচনাকে শুরুতেই থামিয়ে দিল ক্রিকেটের আইনকানুন নির্ধারনের অভিভাবক সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। সিনিয়র পর্যায়ে এই ব্যাট ব্যবহারের সুযোগ নেই জানিয়েছে সংস্থাটি।
কাঠের তৈরি ব্যাটের উচ্চমূল্যের কারণে বিকল্প হিসেবে বাঁশ দিয়ে তৈরি ব্যাট নিয়ে আলোচনা শুরু হয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে। ব্যাটের উচ্চমূল্যের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া বাঁধাগ্রস্ত হচ্ছে বলা হচ্ছে। উচ্চমূল্যের কারণে কাঠের তৈরি ব্যাট অনেকেই কিনতে পারে না। ফলে বাঁশ দিয়ে তৈরি ব্যাটের ব্যবহার বৈধতা দিলে সেটি ক্রিকেট সম্প্রসারণে কাজে আসবে, এমনটি মনে করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই কাঠের তৈরি ব্যাটের চেয়ে বাঁশের তৈরি ব্যাটের দাম অনেক কম পড়বে। কিন্তু এই আলোচনা বেশিদূর এগুতে দিল না এমসিসি।
ক্রিকেট ব্যাট বৈধতার দুটি শর্ত পূরণ করতে পারছে না বাঁশের তৈরি ব্যাট। ক্রিকেটের আইনে বলা হয়েছে, কাঠ দিয়েই ব্যাট বানাতে হবে। কিন্তু বাঁশ এক ধরনের ঘাস। দ্বিতীয় শর্ত, ব্যাট প্রস্তুতে কোনো প্রকার প্রলেপ ব্যবহার করা যাবে না। কিন্তু প্রলেপ ছাড়া বাঁশ দিয়ে ব্যাট তৈরি করা সম্ভব না। একটি বাঁশের খণ্ডের পিঠে আঠা দিয়ে অন্য বাঁশের খণ্ড যুক্ত করেই মূলত বাঁশের ব্যাট তৈরি। এই দুই কারণে বাঁশের তৈরি ব্যাট সিনিয়র পর্যায়ে ব্যবহারের অনুমতি দিচ্ছে না এমসিসি।
বাঁশ দিয়ে ব্যাট তৈরির গবেষকদের মধ্যে একজন দার্শিল শাহ জানান, কাঠের ব্যাটের চেয়ে বাঁশের ব্যাট বেশি অনমনীয়, কঠিন ও শক্তিশালী। এই ব্যাটের ‘সুইট স্পট’ অনেক বেশি, প্রায় ব্যাটের তলা পর্যন্ত বিস্তৃত। যা ব্যাটারদের জন্য বেশি সহযোগী হবে। এই কথাটিও বাঁশের ব্যাট ব্যবহারে বৈধতা দেওয়ার ব্যাপারে বাঁধা মনে করছে এমসিসি। এক্ষেত্রে মাঠে ব্যাট-বলের ভারসাম্য রক্ষা হবে কিনা চিন্তিত সংস্থাটি।
অবশ্য ব্যাট নিয়ে পরীক্ষা-নিরীক্ষার এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে এমসিসি। ক্লাবের আইন বিষয়ক উপ-কমিটির পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।