চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরে গেল পর্তুগালে
১৩ মে ২০২১ ২০:০৩
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তুরস্কের ইস্তাম্বুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে পর্তুগালের পোর্তোতে। দর্শকদের মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয় ফুটবলের অভিভাবক সংস্থাটি।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তুরস্কের ইস্তাম্বুলে। কিন্তু তুরস্কের সাম্প্রতিক করোনা পরিস্থিতি ভালো নয়। বর্তমান করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকার দেশটিকে ‘লাল’ তালিকাভুক্ত করেছে। কোনো ব্রিটিশ তুরস্ক ভ্রমণ করলে তাকে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে, এমন আইন করা হয়েছে। কিন্তু পর্তুগালে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
এদিকে, এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতে যাচ্ছে অল ইংলিশ। ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসরটির ফাইনালে উঠে ইংল্যান্ডে দুই ক্লাব চেলসি ও ম্যানচেস্টার সিটি। ইংলিশদের ফাইনাল নিয়ে উন্মাদনার কথা ভেবে ফাইনাল পর্তুগালে সরিয়ে নিয়েছে উয়েফা।
উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন বলেছেন, ‘(করোনাকালে) এমন একটি বছর অতিক্রম করার পর ভক্তদের মৌসুমের সবচেয়ে বড় ম্যাচে তাদের নিজেদের দলের খেলা দেখার সুযোগ না দেওয়াটা একদমই ঠিক হতো না।’
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল পর্তুগালের এস্তাদিও দো দ্রাগাওতে। এবারের মতো গতবারের ফাইনালটিও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইস্তাম্বুলে।
চেলসি-ম্যানচেস্টার সিটির মধ্যকার এবারের ফাইনাল মাঠে গড়াবে ৩০ মে। করোনাকালে দুই দলের মোট ১২ হাজার সমর্থক মাঠে বসে খেলা দেখতে পারবেন।