ঈদের শুভেচ্ছায় নিরাপদে থাকার বার্তা ক্রিকেটারদের
১৪ মে ২০২১ ১৭:১৩
মহামারী করোনাভাইরাসের প্রকোপে ভালো নেই বিশ্ব। দিন যতো যাচ্ছে লাশের সারি ততোই বাড়ছে। এর মধ্যেই হাজির পবিত্র ঈদ-উল-ফিতর। চাইলেও করোনাকালের এই কঠিন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে ঈদ উদযাপন সম্ভব নয়। ঈদ উদযাপনি বার্তায় নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছেন তারকা ক্রিকেটাররা।
কদিন পর থেকে শ্রীলংকার বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ফলে কড়া স্বাস্থ্যবিধির মধ্যেই ঈদ পালন করতে হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের। তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সঙ্গে নিরাপদে ঈদ করুন।’
সাকিব আল হাসান ঈদের শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘এই ঈদে, আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক!’
ঈদের আগে নিজ শহর বগুড়ার দুঃস্থদের জন্য সহায়তা পাঠিয়েছেন মুশফিকুর রহিম। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে তিনি লিখেছেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে। আমার নিজ শহরের কিছু মানুষের জন্য এই উপহারসামগ্রী পৌঁছে দিয়েছি। ছবিগুলোতে তাদের খুশি দেখে আমি আনন্দিত। সবার কাছে আবেদন, সামান্য কিছু নিয়েও যেন অবহেলিত মানুষগুলোর জন্য আমরা পাশে দাঁড়াই। আপনার ছোট সাহায্যই অনেকের কাছে বড় ব্যাপার।’
মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘ঈদের আনন্দে পরিপূর্ণ হোক আপনার ঘর। সবার জীবনে চিরায়ত ঈদ উৎসব ফিরে আসুক আবার। সবার পরিবার-পরিজনদের জানাই ঈদের শুভেচ্ছা।’
তারকা পেসার তাসকিন আহমেদ বাবার সঙ্গে ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সঙ্গে নিরাপদে ঈদ করুন।’
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ঈদের শুভেচ্ছা জানাতে করোনার সময়টাকে নজিরবিহীন উল্লেখ করেছেন, ‘এই নজিরবিহীন সময়ে ঈদের চেতনা ভালোবাসা, শান্তি ও আনন্দ বয়ে আনুক। ঈদ মোবারক। নিরাপদে থাকুন।’
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আশা করি দিনটা যেন সবাই দারুণ কাটায়।’
আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানের ছোট্ট টুইট, ‘বিশ্বের সবাইকে ঈদের শুভেচ্ছা।’
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা তার ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আসুন ভোগান্তির মধ্যে থাকা মানুষের কথা একটু ভাবি। সৃষ্টিকর্তা তাদের কষ্ট লাঘব করুন এবং দ্রুত আরোগ্যলাভ করুক বিশ্ব।’