Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটকীয় জয়ে শীর্ষেই রইল অ্যাটলেটিকো

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২১ ০০:৩৫

ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে পিছিয়ে পড়েও লোদি এবং লুইস সুয়ারেজের গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর তাতেই লিগ শিরোপা জয় থেকে এক পা দূরে অবস্থান অ্যাটলেটিকোর। এদিকে রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচে অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে হারানোয় শীর্ষস্থান ধরে রাখতে জয়ের কোনো বিকল্প ছিল না ডিয়েগো সিমিওনের দলের। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তারা আর সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ধরে রাখে সিমিওনের দল। শিরোপা নিশ্চিতে নিজেদের শেষ ম্যাচে রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে জয় পেলেই হবে অ্যাটলেটিকোর।

বিজ্ঞাপন

লা লিগার শেষ দুই রাউন্ডে জমে উঠেছে শিরোপার লড়াই। বার্সেলোনা সেল্টার কাছে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গেলেও রিয়াল মাদ্রিদ বিলবাওকে হারিয়ে এখনও শিরোপার লড়াইয়ে টিকে আছে। আর এদিকে নিজেদের ম্যাচে ওসাসুনার কাছে হারতে হারতেও নাটকীয় জয়ে শীর্ষস্থান ধরে রেকেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

পড়ুন: সেল্টার কাছে হেরে লিগের আশা শেষ বার্সার

বিলবাওকে হারিয়ে শিরোপার দৌড়ে টিকে রইল রিয়াল

ম্যাচের শুরু থেকেই অপেক্ষাকৃত দুর্বল ওসাসুনার ওপর চড়াও হয় অ্যাটলেটিকো। তিন মিনিটের মাথায় আসে প্রথম সুযোগ, কোকের বাড়ানো বল পেয়ে সুয়ারেজ তা বাড়িয়ে দেন লরেন্তের উদ্দেশ্যে। সেখান থেকে ভলি শট নিলেও রুখে দেন ওসাসুনে গোলরক্ষক। এর মিনিট চারেক পর লরেন্তের বাড়ানো বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে লক্ষ্যভ্রষ্ট শটে সুযোগ হাতছাড়া করেন কারাস্কো। এরপর ৯ ও ১১তম মিনিটে আরও দুটি সুযোগ হাতছাড়া করে অ্যাটলেটিকো।

একের পর এক সুযোগ তৈরি করেও কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না ডিয়েগো সিমিওনের দল। দুর্দান্ত সব সুযোগ হাতছাড়া করে চলেছিল সুয়ারেজ, কারাস্কো, লরেন্তেরা। পরিসংখ্যান বলছে গোটা ম্যাচে ৭৩ শতাংশ বল দখলে রেখে ওসাসুনার গোলপোস্টে মোট ২৬টি শট নিয়েছে অ্যাটলেটিকো। আর গোলের সুযোগ তৈরি করেছে ২৫টি। পরিসংখ্যান দেখলেই পরিস্কার হয়ে যায় অ্যাটলেটিকোর গোল মিসের মহড়ার।

প্রথমার্ধে আরও বেশকিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। আর তাতেই প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে। বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার এতটুকু কমেনি অ্যাটলেটিকোর। ৫৮তম মিনিটে বল জালে জড়ালেও ভিএআরের মাধ্যমে বাতিল হয়ে যায় অ্যাটলেটিকোর। সাউলের ফ্লিক থেকে ভলিতে স্যাভিচ গোল করেন তবে গোল করার আগে স্যাভিচ ছিলেন অফসাইডে। আর তাতেই বাতিল হয়ে যায় গোল।

বিজ্ঞাপন

এরপর ম্যাচের ৭৫তম মিনিটে অ্যান্তে বুদিমিরের গোলে অ্যাটলেটিকোর বিপক্ষে লিড নেয় ওসাসুনা। আর লিগে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে তাই তো ম্যাচের শেষ ১৫ মিনিটে অ্যাটলেটিকোর দরকার ছিল কমপক্ষে দুই গোল। ম্যাচের ৮২তম মিনিটে জাও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে সমতায় ফেরান রেনান লোদি। আর নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে গোল করে দলকে জয় এনে দেন লুইস সুয়ারেজ। আর শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এই জয়ে ৩৭ রাউন্ড শেষে ২৫ জয়, ৮ ড্র এবং ৪ হারে ৮৩ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৪ জয়, ৯ ড্র আর ৪ হারে রিয়াল মাদ্রিদ আছে দুই নম্বরে। সমান ম্যাচে ২৩ জয়, ৭ ড্র আর ৭ হারে ৭৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান বার্সার।

সারাবাংলা/এসএস

অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম অ্যাটলেটিক বিলবাও লিগের শীর্ষে শিরোপার লড়াই স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর