Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরো খেলা হচ্ছে না স্টেগানের

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২১ ১২:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার (১৭ মে) মার্ক আন্দ্রে টার স্টেগান জানালেন দুঃসংবাদ। ইউরো-২০২০ এ জার্মানির হয়ে খেলা হচ্ছে না তার। গত বছর ডান হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন স্টেগান। তবে এরপরেও ভোগাচ্ছে সেই হাঁটুর ইনজুরি। তাই আবারও ডান হাঁটুতে অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে। তাতে করেই জুনে শুরু হতে যাওয়া উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না স্টেগানের।

বার্সেলোনার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নেমেছিলেন স্টেগান। ঘরের মাঠে ২-১ গোলের হেরে হাতছাড়া হয়েছে লা লিগার শিরোপা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হতাশা প্রকাশ করেন এই জার্মান গোলরক্ষক।

স্টেগান বলেন, ‘গতকালের হার নিয়ে আমি হতাশ এবং এখন আর আমাদের লা লিগার জয়ের আশা নেই। মৌসুমে জটিল শুরুর পর আমরা টানা ১৯ ম্যাচ অপরাজিত থেকে নিজেদের মান দেখিয়েছিলাম-কিন্তু সেই ছন্দ ধরে রাখতে পারিনি আমরা। ক্লাবের চিকিৎসকের সঙ্গে আলোচনা করে হাঁটুতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছি। জার্মানির হয়ে ইউরো-২০২০ খেলতে পারব না বলে খারাপ লাগছে। অনেক বছরের মধ্যে প্রথমবারের মতো আমি আমার দেশকে সমর্থন করব দর্শক হিসেবে। আশা করি, জার্মানি এটা জিতবে।’

বিজ্ঞাপন

আগামি মৌসুমে আবারও পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলে জানিয়েছেন স্টেগান। তিনি বলেন, ‘গ্রীষ্মকালীন বিরতির পর যখন আমরা পুনরায় মাঠে ফিরব, আশা করি সমর্থকদের সামনে আবারও আমি খেলতে পারব। আমি এটা মিস করব! কঠিন একটা মৌসুমজুড়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকুন!’

সারাবাংলা/এসএস

ইউরো ২০২০ ইউরো শেষ জার্মান গোলরক্ষক জার্মানি টার স্টেগান হাঁটুর অস্ত্রোপচার