Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডি ভিলিয়ার্সকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখার সম্ভাবনা শেষ


১৮ মে ২০২১ ২০:২১

আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ব্যাট হাতে ঝড় তুলবেন, ম্যাচ জেতাবেন, ‘৩৬০ ডিগ্রি’র মুগ্ধতা ছড়াবেন- এবি ডি ভিলিয়ার্স ভক্তদের প্রত্যাশা ছিল এমনই। বহুবার সম্ভবনার সংবাদ শোনা গেলেও এই প্রত্যাশা আর পূরণ হচ্ছে না। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার।

মঙ্গলবার (১৮ মে) ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক বিবৃতিতে এমন কথা জানানো হয়েছে। অবসর ভেঙে ডি ভিলিয়ার্সের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আলোচনা অনেক দিনের। সম্প্রতি সেটা আরও জোড়ালো হচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের আগে ডি ভিলিয়ার্সের ফিরে আসার আলোচনা ছিল হট কেক। কিন্তু ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মঙ্গলবারের বিবৃতিতে সেই সম্ভবনা শেষ হয়ে গেল।

বিজ্ঞাপন

বিবৃতিতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দল কেন্দ্রীক কথাই বেশি বলা হয়েছে। পাশাপাশি পরিস্কার করা হয়েছে, ‘অবসরের সিদ্ধান্ত চূড়ান্তই থাকবে বলে ডি ভিলিয়ার্স শেষবারের মতো ঠিক করেছেন।’

২০১৮ সালে হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ডি ভিলিয়ার্স। তারপর থেকেই তার ফিরে আসার গুঞ্জন উঠেছে বারবার। ২০১৯ বিশ্বকাপের আগে ডি ভিলিয়ার্সের ফেরার কথা শোনা যাচ্ছিল সবচেয়ে বেশি। নিজেই জানিয়েছিলেন ফেরার আগ্রহের কথা। কিন্তু টিম কম্বিনেশনের কথা বলে সেই যাত্রায় ডি ভিলিয়ার্সকে ফেরাতে চায়নি প্রোটিয়া ক্রিকেট প্রশাসন।

পরে দেশটির সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ বোর্ড পরিচালক হলে এবং মার্ক বাউচার কোচ হলে ডি ভিলিয়ার্সের ফেরার সম্ভবনা আবারও উজ্জ্বল হয়। দুজনেই ডি ভিলিয়ার্সের সাবেক সতীর্থ, বোঝাপড়াও দারুণ। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে-বলে মিলল না।

বিজ্ঞাপন

ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। টেস্টে দেশটির চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ডানহাতি ব্যাটার। টি-টোয়েন্টি সংস্করণে তাকে বিশ্বের অন্যতম সেরা মনে করা হয়।

অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও বিভিন্ন ফ্র্যাঞ্জাইজিভিত্তিক লিগে খেলছেন দাপুটে। কিছুদিন আগেই আইপিএলে বারবার ব্যাট হাতে ঝড় তুলছিলেন। মহামারী করোনার কারণে টুর্নামেন্টটি বন্ধ হয়ে যাওয়ার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৬ ইনিংস ব্যাটিং করে ১৬৪.২৮ স্ট্রাইকরেটে ২০৭ রান করেছেন ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেট তাকে নিয়ে হায়-হায় ওঠে এমন আগুনে ফর্মের কারণেই!

আন্তর্জাতিক ক্রিকেট এবি ডি ভিলিয়ার্স ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর