Thursday 26 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় দলের ক্যাম্পে করোনার হানা

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২১ ০১:০৫

সামনেই কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইপর্ব। সেই লক্ষ্যে ঈদের ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর অনুশীলন শুরুর আগেই করানো কোভিড টেস্টের ফলাফলে মধ্যমাঠের খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের পজিটিভ এসেছে।

এদিকে করোনাক্রান্ত ইব্রাহিমের সঙ্গে হোটেলে একই রুমে অবস্থান করছিলেন আরেক মিডফিল্ডার সোহেল রানা। ইব্রাহিমের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় নতুন করে দুইজনকেই আবারও পরীক্ষা করানো হবে। এই তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন জাতীয় দলের টিম ম্যানেজার ইকবাল হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ক্যাম্পে থাকা ৩২ জন খেলোয়াড়ের মধ্যে কেবল ইব্রাহিমের রিপোর্ট পজিটিভ এসেছে। ওকে আইসোলেশনে রাখা হয়েছে। ওর সঙ্গে থাকা সোহেল রানারও নমুনা নেওয়া হয়েছে। আশা করছি, সব কিছু ঠিক হয়ে যাবে।’

সূচি অনুযায়ী কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আর তার আগে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মাঠের অনুশীলন সারে বাংলাদেশ।

সারাবাংলা/এসএস

করোনাভাইরাস আক্রমণ জাতীয় দলের ক্যাম্প বাংলাদেশ জাতীয় ফুটবল ফল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বকাপ বাছাই

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর